Advertisment

Abhishek Banerjee: 'তাহলে সরতে হবে', ভোটের মুখে হঠাৎ কেন এ কথা বললেন অভিষেক?

TMC: 'ডায়মন্ড হারবার মডেল' নিয়ে বঙ্গ রাজনীতি উত্তলা হয়েছিল। জয়ের লক্ষ্যমাত্রার টার্গেট বেঁধে ও পার্টি নেতা, জনপ্রতিনিধিদের বেনজির হুঁশিয়ারি দিয়ে যেন সেই মডেলকেই আরেকবার চর্চায় ফেরালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee Diamond Harbour TMC Lok Sabha Poll preparation meeting 2024 , ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের জন্য দলীয় তৃণমূল নেতা জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জী

Diamond Harbour: অভিষেকের মুখে কেন অন্য সুর! তাও লোকসভা ভোটের দোরগোরায় নিজের কেন্দ্রেই?

Lok Sabha Election 2024: নিজের দুর্গ অটুট রাখতে আত্মবিশ্বাসী 'সেনাপতি'। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করতে রাজি নন। ডায়মন্ড হারবারে এবারও তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী কোনও শিবির-ই এই কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করেনি। এই অ্যাডভানটেজ-কেই কাজে লাগিয়ে ভোটপর্বের শুরুতেই কয়েক কদম এগিয়ে যেতে মরিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার দলীয় নেতা, স্থানীয় বিভিন্নস্তরের তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার ভোট প্রস্তুতি বৈঠক সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শুরুতেই সকলকে 'সেনাপতি' মনে করিয়ে দিয়েছেন যে, ডায়মন্ড হারবারে এবার তাঁর জয়ের ব্যবধান অন্তত চার লাখ হওয়া চাই। অর্থাৎ টার্গেট বেঁধে দিয়েছেন তিনি।

Advertisment

দলীয় বৈঠকে অভিষেক মনে করিয়ে দিয়েছেন, জনগণই তৃণমূলের শক্তি। তাই বার বার মানুষের কাছে যেতে হবে। মানুষের চাহিদা কী, তা তৃণমূলের নেতাকর্মীদের পরিষ্কারভাবে জানতে হবে। আগামী দু'মাস আরও নিবিড়ভাবে মানুষের কাছে যেতে হবে। রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়ও মানুষকে জানাতে হবে বেশি করে।

আরও পড়ুন- PM Modi: এবার শুধু বাংলার ‘প্রতারিত’দের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা! বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর

৪,৬,৯ ও ১৬- ডায়মন্ড হারবার পুরসভার এই চার ওয়ার্ডে গত নির্বাচনে তৃণমূলের ফল ভাল হয়নি। কেন খারাপ হয়েছিল? সে ব্যাপারে সংশ্লিষ্ট নেতাদের কাছে জানতে চান বিদায়ী সাংসদ। তাঁর নির্দেশ, এই সব ওয়ার্ডগুলিতে নেতা. কর্মীদের আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে, কথা শুনতে হবে। এসব বুথ ও ওয়ার্ডে কেন তৃণমূলের থেকে মানুষ মুখ ফিরিয়েছিলেন তা জানতে হবে। সূত্রের খবর অভিষেক বলেছেন, 'মানুষ যদি না চায় আমাদের, তবে সরে যেতেই হবে।'

বৈঠকে এরপরই কড়া ভাষায় অভিষেকের হুঁশিয়ারি, কোনও ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল লিড না পেলে তার দায়িত্ব নিতে হবে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রেসিডেন্টদের। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, তাঁদেরকে সংশ্লিষ্ট পদ থেকে সরেও যেতে হবে।

আরও পড়ুন- Mahua Moitra: কৃষ্ণনগরে মমতার প্রচারের আগেই চরম বিপাকে মহুয়া! কী হল?

ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শৌকত মোল্লা বলেন, 'উন্নয়ন পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য। তাই মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। তাঁদের কোনও অভাব, অভিযোগ থাকলে শুনতে হবে জনপ্রতিনিধি ও তৃণমূল নেতাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তাই বাতলেছেন ভোট প্রস্তুতি বৈঠকে।'

'ডায়মন্ড হারবার মডেল' নিয়ে বঙ্গ রাজনীতি উত্তলা হয়েছিল। জয়ের লক্ষ্যমাত্রার টার্গেট বেঁধে ও পার্টি নেতা, জনপ্রতিনিধিদের বেনজির হুঁশিয়ারি দিয়ে যেন সেই মডেলকেই আরেকবার চর্চায় ফেরালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-ই।

tmc abhishek banerjee Diamond Harbour 2024 General Election loksabha election 2024
Advertisment