নির্বিঘ্নেই হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্ষু পরীক্ষা। আমেরিকার জন হপকিনস হাসপাতালে তাঁর চোখের পরীক্ষা হয়েছে। এর আগে গত বছর ওই হাসপাতালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চোখের অস্ত্রোপচার হয়েছিল। এখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও আগামী ৬ মাস পর আবার তাঁকে যেতে হবে চক্ষু পরীক্ষার জন্য। জানা গিয়েছে, ২০ আগস্ট রাজ্যে ফিরতে পারেন অভিষেক।
এদিকে, সূত্রের খবর, দেশে ফিরেই ইডি-র বিরুদ্ধে মামলা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিদেশের মাটি থেকেই টুইট করে ক্ষোভ উগরে দেন অভিষেক। এবার আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার আমেরিকার হাসপাতালে চক্ষু পরীক্ষা করানোর কথা ছিল তাঁর। সেইমতো নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা। অভিষেকের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকার হাসপাতালের বিদেশি চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন অভিষেক। চিকিৎসকের হাতে কিছু কাগজপত্র রয়েছে। গত ২৬ জুলাই চোখের পরীক্ষা করাতে আমেরিকায় রওনা হয়েছেন অভিষেক।
আরও পড়ুন আমেরিকা থেকেই তির অভিষেকের! ব্যাঙ্গ-বিদ্রুপে ভরিয়ে দিলেন ইডিকে
অভিষেক সংক্রান্ত মামলায় এমনিতেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রীয় সংস্থা ইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জারি লুক আউট নোটিস প্রত্যাহার করে নিতে ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টেও ভর্ৎসিত হয়েছে ইডি। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে অভিষেকের বিরুদ্ধে মামলা করায় ইডির সমলোচনা করেছে হাইকোর্টও।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে একটি কর্মিসভা করে কলকাতায় ফেরার পথে হুগলি জেলার সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাগ্রস্ত হয় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনাতেই তাঁর চোখে আঘাত লাগে। ভেঙে যায় চোখের নিচের হাড়। তার পর থেকেই দীর্ঘ দিন ধরে তাঁর চোখের চিকিৎসা চলছে।