তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাঁদিকের চোখে ফের অস্ত্রোপচার হল। মার্কিন যুক্তরাষ্ট্রে বুধবার সন্ধ্যায় এই অস্ত্রোপচার হয়েছে। প্রায় সাত ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। অভিষেকের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন, 'ঠাকুর ঠাকুর করে এবারের অপারেশনটা ভাল হলেই ভাল। নইলে ওর দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হতে পারে।।' তবে চিকিৎসকা জানিয়েছেন, অভিষেকের চোখে অস্ত্রপচার সফল হয়েছে।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সেই সময়ে তাঁর বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত পান তৃণমূল সাংসদ। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তাঁর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিষেকের অস্ত্রোপচার হয়। সুরক্ষার জন্য বাড়িতে বিশ্রাম নেওয়া ও চোখে রোদ না লাগানো নিয়ে সতর্ক করেছিলেন চিকিৎসকরা।
যদিও তাতে সমস্যার নিরাময় হয়নি। হায়দ্রাবাদে যান ডায়মন্ড হারবারের সাংসদ। এতেও কাজের কাজ হয়নি। ফলে দেশের বাইরে একাধিকবার চোখের চিকিৎসা করাতে যেতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ২০২০ সালের শুরুতেই অভিষেকের চোখে অস্ত্রোপচার হয়েছিল। তাঁর চোখে ছয়বার অস্ত্রোপচার হয়েছিল বলে এ বছর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।