টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে তৃণমূল সাসংদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ লোকসভার এথিক্স কমিটির। আজ লেকসভায় এমনই সুপারিশ করে রিপোর্ট জমা। তবে তার আগে মহুয়া মৈত্রকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলনে তা ঘিরেও জোরদার আলোচনা শুরু। এর আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন। তবে এবার খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তাঁকে নিয়ে অবস্থানে মহুয়া কি একটু চাপে?
মহুয়া মৈত্র সম্পর্কে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
"মহুয়া মৈত্র সাবলম্বী। উনি নিজের লড়াইটা নিজেই লড়তে পারবেন। দল ওঁর পাশে আছে। সবাইকেই নিজের লড়াই লড়তে হবে। আমাকে, আমার স্ত্রী, মা-বাবা সবাইকে ইডি-সিবিআই দিয়ে হেনস্থা করা হয়েছে। নবজয়োর যাত্রার সময়েও হেনস্থা করা হয়। গত তিন বছরে আমি ও স্ত্রী ১২ বার ইডি-সিবআিয়ের কাছে উপস্থিত হয়েছি।"
আরও পড়ুন- ধরাশায়ী কংগ্রেস, কী ভবিষ্যৎ ‘ইন্ডিয়া’ জোটের? মুখ খুললেন অভিষেক
উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন বিতর্কে বেজায় ফাঁপড়ে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ৯ নভেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজে সিলমোহর দিয়েছে লোকসভার এথিক্স কমিটি। আজ সোমবার তাঁরা সেই সুপারিশ করে লোকসভায় একটি রিপোর্ট জমা দেবে। তার আগে তৃণমূলের ডাকাবুকো সাংসদের পাশে দাঁড়িয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
আরও পড়ুন- গোবলয় জুড়ে গেরুয়া ঝড়! বিরোধীদের থামাতে মোদীর ‘গ্যারান্টি ট্যাকটিক্স’ একশো’য় ১০০
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন অধীর। সেই চিঠিতে এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। তবে তৃণমূলর সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহুয়া মৈত্রকে নিয়ে বেশ আশাবাদী। মহুয়া নিজের লড়াইটা নিজেই লড়তে পারবেন বলে মনে করেন অভিষেক।