Advertisment

কলকাতা ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেলেন কোথায়?

চোখের সমস্যায় ভুগছেন, গত কয়েক সপ্তাহ প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তাঁকে। তাহলে হঠাৎ...

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee fly to Hyderabad due to deteriorating eye condition , হায়দরাবাদে গেলেন অভিষেক ব্যানার্জী

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার কলকাতা ছাড়লেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। এবার গেলেন হায়দরাবাদে। তবে কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায়দরাবাদে যাওয়া তা পুরোপুরি স্পষ্ট নয়।

Advertisment

বিগত কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। সম্প্রতি তা বেড়েছে। নভেম্বরের শেষের দিকে নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পরদিন ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চোখে রক্ত জমাট বেঁধেছে। সেদিন ভার্চুয়ালভাবে সভায় থাকলেও প্রাকাশ্যে অভিষেককে আর দেখা যায়নি।

এই অবস্থায় হায়দরাবাদে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চোখ দেখাতেই দক্ষিণী এই শহরে পৌঁছেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন- মহুয়ার পাশে বুক চিতিয়ে দাঁড়ালেন অধীর! কটাক্ষে ধুয়ে দিল বিজেপি

২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক।তখনই তাঁর বাঁ চোখে মারাত্মক আঘাত লাগে। তারপর থেকে একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। অস্ত্রোপচারও হয়। গিয়েছিলেন আমেরিকাতে। সেখানে জন হপকিন্স হাসপাতালে চিকিৎসাও করেছিলেন। কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। সুপ্রিম কোর্টের অনুমতি মেলার পর এ বছর ফের গিয়েছিলেন মার্কিন মুকুলে। অগাস্টে দেশে ফেরেন তিনি। কিন্তু রোগ থেকে মুক্ত হননি। তৃণমূল সূত্রে খবর, ইনফেকশনজনতি সমস্যায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সবসময় কন্ট্যাক লেন্স পরে থাকার কারণেই দুর্ভোগ বাড়ছে।

তবে এদিন অবশ্য কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক দাবি করেছেন, তাঁর চোখ আপাতত ভালই আছে।

আরও পড়ুন- আগামী সপ্তাহের শুরুতেই প্রবল বদল আবহাওয়ায়! একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

abhishek banerjee Hydrabad tmc
Advertisment