নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গেই এদিন মন্দিরে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং-রা। এর আগে বড়মার নতুন মন্দিরের উদ্বোধনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে অভিষেক সেবার না এলেই পরে কালীপুজোর সময়ে আসবেন বলে জানিয়েছিলেন। বড়মার মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন আরতিও করতে দেখা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে।
Advertisment
বড়মা'র আরতি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisment
এবছর নৈহাটি বড়মা কালীর পুজো ১০০ বছরে পা দিয়েছে। শতবর্ষের এই পুজো ঘিরে এবার তুমুল উন্মাদনা গোটা জেলা জুড়ে। ভিনজেলা থেকেও কাতারে কাতারে ভক্তদের ঢল নেমেছে মন্দিরে। ১০০ কেজিরও বেশি সোনার গয়নায় সেজেছেন বড়মা। এবছর কালীপুজোর দিন থেকে শুরু করে সোমবার, আজ মঙ্গলবারেও উপচে পড়া ভিড় মন্দিরে। দর্শনার্থীদের বিপুল ভিড় থাকবে আগামিকাল বুধবারেও। প্রবল ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকর্মী থেকে শুরু করে মন্দিরের নিরাপত্তাকর্মীদের।
মঙ্গলবার বিকেল ৪টের কিছু আগে বড়মার মন্দিরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ এদিন বড়মার সামনে বসে থাকতে দেখা যায় তাঁকে। প্রণাম সারার পাশাপাসি বড়মার আরতিও করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে।
Today, Shri @abhishekaitc visited the temple of Boro Maa in Naihati.
He sought her divine blessings and prayed for the well-being and prosperity of one and all.
প্রতি বছরই কালীপুজোর সময়ে নৈহাটির বড়মা মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। তবে এবার সেই ভিড় যেন মাত্রা ছাড়িয়েছে। এবছর শতবর্ষ উদজাপন এবং নতুন মন্দিরের দ্বারোদঘাটন কর্মসূচি ছিল। তারই জেরে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের।