চিকিৎসা শেষে কলকাতায় ফিরলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জুলাই তিনি চিকিৎসার জন্য বিদেশে রওনা হয়েছিলেন। ২৫ দিন পর রবিবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ তাঁর বিমান শহর কলকাতায় পৌঁছয়। বিমানবন্দর থেকে কন্যা আজানিয়ার হাত ধরে বেরিয়ে আসেন তৃণমূলের এই সাংসদ। চোখের চিকিৎসার জন্য কলকাতা থেকে প্রথমে দুবাইয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গিয়েছিলেন আমেরিকায়। বিমানবন্দর থেকে বেরিয়ে রবিবার অভিষেক সোজা চলে যান তাঁর কালীঘাটের বাড়িতে। পরনে ছিল কালো টি শার্ট ও ডেনিম জিন্স।
Advertisment
গত বছর আমেরিকার জন হপকিনস হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে চিকিৎসক অস্ত্রোপচার করেছিলেন, তিনিই তাঁর চোখ পরীক্ষা করেছেন গত ৮ আগস্ট। ফের মাস ছয়েকের মধ্যে তাঁকে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় যেতে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অভিষেককে তাঁদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়তে দেখা যায়। তবে, তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। সাম্প্রতিকতম বিষয়গুলোর মধ্যে যাদবপুর ইস্যুতেও অভিষেকর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু, দীর্ঘ সফরের ক্লান্তিতে তিনি কোনও প্রশ্নেরই জবাব দেননি বলে তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ মহলের মত।
এর আগে কেন্দ্রীয় এজেন্সিগুলো অভিষেককে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে বিভিন্ন মহলের দাবি ছিল। পালটা অভিষেকও এরপর তাঁর ২১ জুলাইয়ের ঘোষিত কর্মসূচির প্রস্তুতিতে নজর দেবেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। ইতিমধ্যেই তাঁর ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে ৫ আগস্টের কর্মসূচি পালন করেছে দল। এবার বাকি আছে ২ অক্টোবর দিল্লিতে কৃষি ভবন ঘেরাওয়ের কর্মসূচি। বাংলার নানা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ১০০ দিনের টাকা দিচ্ছে না। এসব অভিযোগেই কৃষি ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।