শুক্রবার দুপুরে কলকাতা ছাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ও। এ দিন দুপুরে কলকাতা বিমানবন্দরে তাঁদের দেখা যায়। কোথায় গেলেন তাঁরা? জানা গিয়েছে, কলকাতা থেকে উড়ানে মুম্বই গিয়েছেন অভিষেক ও তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়।
কেন হঠাৎ বাণিজ্যনগরীতে গেলেন বন্দ্যোপাধ্যায় এই দুই গুরুত্বপূর্ণ সদস্য? তৃণমূল সূত্রে খবর, লতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অস্ত্রোপচার করতে হবে। সম্ভবত মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পায়ের চিকিৎসা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের। হাঁটুতে অস্ত্রোপচারের পর বেশ কয়েক দিনের জন্য চলাফেরা নিয়ন্ত্রিত রাখতে হয়। অভিষেকের মা'কেও সপ্তাহ দু'য়েকের জন্য তেমনই পরামর্শ দেওয়া হতে পারেন চিকিৎসকরা।
কলকাতায় একাধিক হাসপাতালে অত্যাধুনিক পদ্ধতিতে পায়ে অস্ত্রোপচার হয়ে থাকে। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চিকিৎসা করছেন সরকারি হাসপাতাল এসএসকেএমের চিকিৎসকরা। তাহলে হঠাৎ কেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডিকেই মা'য়ের পায়ে অস্ত্রোপচারের জন্য বেছে নিলেন অভিষেক? হাঁটুর অস্ত্রোপচারে ভারতজোড়া নামডাক রয়েছে ব্রিচ ক্যান্ডির। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল এই হাসপাতালেই। সেই সুখ্যাতি বিবেচনা করেই অভিষেকের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ সরকারি পদাধিকারীরা। গারদে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানির ভট্টাচার্যও। এই দুর্নীতির সঙ্গে জুড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কেন্দ্রীয় এজেন্সি বেশ কয়েকবার ডেকেছে অভিষেক মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। তাঁরা অবশ্য তলবে সাড়া দেননি। এই পরিস্থিতিতে পায়ের অস্ত্রোপচারের জন্য কলকাতা থেকে ছেলে অভিষেকের সঙ্গে মুম্বই গেলেন লতা বন্দ্যোপাধ্যায়।