Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের প্রথম ৬ দফাতেই ২৩টি আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। মঙ্গলবার এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, নিজের লোকসভা আসন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি।
মঙ্গলবার অভিষেক বলেছেন, 'আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে শেষ ৬ দফায় ৩৩টি আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল আগের ৬ দফাতেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।'
অভিষেকের দাবি, ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝেই বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করে দিয়েছেন। তাঁর বক্তব্য, 'কেন কারণ, কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ইন্ডিয়া কেন্দ্রে সরকার গঠন করবে। অভিষেক আরও বলেন, সংবাদমাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন। প্রশ্ন করেছেন, এই নির্বাচনে তৃণমূল কটি আসনে জিতবে। আমি বলেছিলাম, সঠিক সময়ে প্রকাশ করব।'
আরও পড়ুন Narendra Modi: কোন রাজ্যে BJP-র ফল সবচেয়ে ভালো হবে? রাখঢাক না রেখে ‘বলেই’ দিলেন মোদী
পাশাপাশি, লোকসভা নির্বাচনের সময়েও মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন অভিষেক। বলেছেন, 'একজন আয়কর কর্তা আমাকে জানিয়েছেন, যে তাঁকে ৩১ মে এবং ১ জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে। এই হল বিজেপির অবস্থা, অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। কিন্তু আমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল।'