Advertisment

Abhishek Banerjee on Budget 2024: 'ব্যর্থ সরকারের ব্যর্থ বাজেট, ফের বঞ্চিত বাংলা', বাজেটে ফুঁসছেন অভিষেক

Union Budget 2024: সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটকে কার্যত 'অন্তসারঃশূন্য' বলে কটাক্ষ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "এই বাজেটটি (Budget 2024) একটি ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী দ্বারা পেশ করা 'জিরো ওয়ারেন্টি' সহ সম্পূর্ণ ব্যর্থতার বাজেট।" মঙ্গলবার বাজেট পেশের পর এভাবেই কেন্দ্রকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee on Union Budget 2024, কেন্দ্রীয় বাজেট ২০২৪, নির্মলা সীতারমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়

Union Budget 2024: বাজেট নিয়ে কটাক্ষ অভিষেকের।

Union Budget 2024: সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটকে কার্যত 'অন্তসারঃশূন্য' বলে কটাক্ষ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "এই বাজেটটি (Union Budget 2024) একটি ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী দ্বারা পেশ করা 'জিরো ওয়ারেন্টি' সহ সম্পূর্ণ ব্যর্থতার বাজেট।" মঙ্গলবার বাজেট পেশের পর এভাবেই কেন্দ্রকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক।

Advertisment

এদিন X হ্যান্ডলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিখেছেন, "বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মতো জরুরি সমস্যাগুলি মোকাবিলা করার পরিবর্তে, BJP তার জোট অংশীদারদের ঘুষ দেওয়ার জন্য এবং সরকারের অচলাবস্থার আগে সময় কেনার জন্য একটি বাজেট তৈরি করেছে!"

তৃতীয় মোদী সরকারের বাজেটকে কটাক্ষ করে অভিষেক আরও বলেছেন, "এটি জিরো গ্যারান্টি এবং জিরো ওয়ারেন্টি সহ একটি অকেজো বাজেট। এই BJP সরকার বাংলাকে ক্রমাগত বঞ্চিত করেছে। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদের কি ইতিবাচক ফলাফল এসেছে? না! নেট ফলাফল শূন্য কারণ বাংলা প্রতিনিয়ত নির্যাতন ও বঞ্চিত হয়েছে।

আরও পড়ুন- Union Budget 2024: বেকারত্ব দূরে দুরন্ত উদ্যোগ মোদী সরকারের, কোটি কোটি যুবকের কর্মসংস্থানের নয়া দিশা

শুভেন্দু অধিকারী কিছু দিন আগে যা বলেছিলেন "জো হামারে সাথ, হাম উনকে সাথ," তা আজ প্রমাণিত হয়েছে -- শুধু তাদের সরকারকে বাঁচাতে তারা বিহার ও অন্ধ্রপ্রদেশে বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে -- আমাদের কোনও সমস্যা নেই। বাংলা কেন বঞ্চিত হবে?

আরও পড়ুন- Union Budget 2024: কেন্দ্রীয় নয়, অন্ধ্র-বিহার বাজেট! বাংলার ঝুলি খালি নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের

বাংলা সর্বদা স্বাধীনতা সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জন্ম দিয়েছে অকুতোভয় ও মুক্তিযোদ্ধা…কিন্তু সেই বাংলা আজ বঞ্চিত হয়েছে এবং বাংলার জনগণ অবশ্যই তার যোগ্য জবাব দেবে।"

আরও পড়ুন- Gold Silver Cheaper: দাম কমল সোনা, রুপো, প্ল্যাটিনামের মত মূল্যবান ধাতুর, বিয়ের কেনাকাটা এখন টেনশন ফ্রি

উল্লেখ্য, মঙ্গলবার সপ্তম বারের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এবারের বাজেট থেকে করদাতাদের প্রত্যাশা ছিল অনেক। বাজেটে করদাতাদের অনেক ধরনের ত্রাণ দেওয়া হতে পারে বলে ধারণা ছিল বিশেষজ্ঞদের। তবে কেন্দ্রীয় বাজেটে আংশিক সুরাহা পেলেন করদাতারা। বেতনভূক কর্মচারীদের আংশিক সুরাহা মিলেছে। বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হচ্ছে না কোনও কর।

abhishek banerjee Union Budget Union Budget 2024 Nirmala Sitharaman
Advertisment