Advertisment

ধরাশায়ী কংগ্রেস, কী ভবিষ্যৎ 'ইন্ডিয়া' জোটের? মুখ খুললেন অভিষেক

ইতিমধ্যেই হাত শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে 'ইন্ডিয়া' জোটের শরিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee reacts on defeat of Congress in four states assembly election and future of the India Alliance , চার রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের পরাজয় ও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিষেক ব্যানার্জী

সনিয়া গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী।

হিন্দি বলয়ের তিন রাজ্যে পদ্ম ঝড়ে দুরমুশ কংগ্রেস। প্রশ্ন উঠছে বিজেপি বিরোধী শক্তি 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ নিয়ে। রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে মোদী ম্যাজিক কার্যকরের জন্য ইতিমধ্যেই হাত শিবিরকে দুষেছে তৃণমূল। এবার কংগ্রেসের পতন নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোথায় কংগ্রেসের গলদ রয়েছে তা সাফ বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কংগ্রেসকে পরামর্শ

সোমবারই কলকাতায় থেকে উত্তরবঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে কংগ্রেসকে তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর পরামর্শ, 'যাঁরা জিতেছেন তাঁদের শুভেচ্ছা। যাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁরা নিজেদের ভুলত্রুটি গুলো পর্যালোচনা করুন। আগামী দিনে যেন এই ভুল না ঘটে। তাঁরাও মানুষের স্বার্থে গঠনমূলক ভাবে কাজ যাতে করতে পারেন সেটাই আমি অনুরোধ করব।'

'রাজ্য কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব রয়েছে তাঁরা আত্মতুষ্টিতে ভুগছেন। যোগ্যদের সুযোগ না করে দিয়ে লাইম লাইটে থাকার মরিয়া চেষ্টা তার বাইরে কংগ্রেসের স্থানীয় বা প্রদেশ নেতাদের বেরতে হবে। আমরা প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাঁকে সেখান থেকে লড়ার সুযোগ করে দেওয়া হোক।'

'রাজনীতিতে বয়সের উর্ধ্বসীমা'

'রাজস্থানে কংগ্রেস মাত্র ২ শতাংশ ভোটে বিজেপির কাছে হেরেছে। কংগ্রেসের এই প্রবণতা রয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত রাখতে চান কেউ কেউ। এই ভুল যদি ৬ মাস বা এক বছর আগে সংশোধন করা যেত তাহলে এই ভরাডুবি হত না'

'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ?

এই পাঁচ রাজ্যে ভোট ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শেষ বড় লড়াই। তাই এই ভোটকে সেমিফাইনাল বলেই দেগে দেওয়া হয়েছিল। সেই সেমিতেই জয় পেয়েছে বিজেপি। এই জয়কে 'চব্বিশেও হ্যাট্রিকের গ্যারান্টি' বলে রবিবার সন্ধ্যায় দাবি করেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যৎ নিয়ে। কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব হয়ে সোচ্চার তৃণমূল, ন্যাশনাল কনফারেন্স ও আপ। তাহলে সত্যিই কী এই জয় বিজেপিকে অক্সিজেন দেবে?

অভিষেকের জবাব, 'বিজেপিকে অক্সিজেন যোগাবে না কার্বন ডাই অক্সাইড তা বলতে পারব না। গণতন্ত্রে শেষ কথা নেতারা বলেন না, মানুষ বলে।'

অভিষেকের অতীত স্মরণ-

২০১৮ ও ১৯ সালের কথা মনে করিয়ে অতীত স্মরণ করিয়েছেন অভিষেক। বলেছেন, 'উনিশের লোকসভা ভোটের আগে ২০১৮ সালে এই তিন রাজ্যেই হেরেছিল বিজেপি। ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের ভোটে কংগ্রেস জিতেছিল। তখন তো বিজেপি নেতারা বলেননি এটা মোদীর হার। বরং তখন বলা হয়েছিল, রাজ্যের ভোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই।'

বিজেপির এই জয় অবশ্য বঙ্গ রাজনীতিতে কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- ‘বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে’, লোকসভার আগে কাদের কাদের ডানা ছাঁটার ইঙ্গিত অভিষেকের?

আরও পড়ুন- বুক চিতিয়ে পাশে ছিলেন অধীর! তবে অভিষেকের অবস্থানে মহুয়া কি সত্যিই চাপে?

tmc CONGRESS abhishek banerjee opposition india alliance
Advertisment