Advertisment

'বঞ্চিত'দের টাকা মেটাতে বিকল্প ঘোষণা অভিষেকের, দিল্লিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মোদীদের

বড় প্রতিশ্রুতি তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ডে'র।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee dhupaguri sub-division mamata govt notification tmc , ধুপগুড়ি মহকুমা মমতা সরকারের বিজ্ঞপ্তি অভিষেক ব্যানার্জী

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজধানীতে দাঁড়িয়েই বড় প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাতলালেন এ রাজ্যের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার বিকল্প উপায়। কৃষি ভবনে যাওয়ার আগে এ দিন যন্তর মন্তরে বক্তব্য পেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই মোদী-শাহদের চ্যালেঞ্জ ছুড়ে প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক।

Advertisment

কী প্রতিশ্রুতি?

'কেন্দ্র টাকা না দিলে আড়াই হাজার জব কার্ড হোল্ডারের প্রাপ্য টাকা দরকার হলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে মেটাবেন। দু'মাসের মধ্যে এই ব্যবস্থা করবেন বাংলার ৭০ হাজার জনপ্রতিনিধি। নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল জনপ্রতিনিধিরা।'

বাকি ২০ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আগামী ৬ মাসের মধ্যে মেটানোর আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজই আন্দোলন শেষ নয়

কেন্দ্রের তরফে বকেয়া আদায় হবেই। যন্তর মন্তরের সমাবেশে হুঙ্কার ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আজ আন্দোলনের শেষ নয়। আজ থেকে আন্দোলনের শুরু। আর কেন্দ্রের কাছ থেকে আমরা সুদ সমেত টাকা ফেরত নেব।'

৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখা ওই চিঠিগুলি মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির হাতে তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আটকে রাখা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা যাতে কেন্দ্র দ্রুত দিয়ে দেয়, সেই আর্জি জানানো হবে।

এবার মমতার নেতৃত্বে সভা

কথা থাকলেও এবার কেন্দ্র বিরোধী আন্দোলনে দিল্লিতে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী দু'মাসে তিনি দিল্লি যাবেন। দাবি অভিষেকের। বলেছেন, 'কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসব।'

রিমোট কন্ট্রোলে অধিকার ছিনিয়ে নিয়েছে

'মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।'

এদিকে বাংলায় ১০০ দিনের কাজের টাকা ঘিরে ব্য়াপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি। মঙ্গলবার দিল্লিতে কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করেন শুভেন্দু। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চার পাতার চিঠি দিয়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, একশো দিনের কাজের প্রকল্পে ভুয়ো জব কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলের প্রায় ৭ হাজার ৯২৯ কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছে। এই নিয়ে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন- হাজার-হাজার কোটির নয়া দুর্নীতি বাংলায়? অভিষেক দিল্লি থাকাকালীনই বোমা ফাটালেন শুভেন্দু

আরও পড়ুন- বুধে বড় নজর! কী সিদ্ধান্ত নেবেন অভিষেক?

আরও পড়ুন- নেতৃত্বের ‘মতিগতি’ ভালো ঠেকছে না? টিকিট পাবেন না বুঝেই ফের ‘ডিগবাজি’র চেষ্টায় সৌমিত্র?

abhishek banerjee TMC DELHI DHARNA West Bengal tmc
Advertisment