Abhishek Banerjee: মুকুল-শুভেন্দুদের প্রসঙ্গ তুলে 'বেইমান'দের ল্যাজেগোবরে করার হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee on Joining BJP: বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিরোধীদের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তীব্র ভাষায় আক্রমণ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিরোধীদের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, "বেইমানদের আমিই চিনিয়েছি। মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের আসল রূপ আমিই দেখিয়েছি। শুভেন্দু অধিকারীদের চিহ্নিত করার কাজটা আমিই করেছিলাম। আগামীদিনেও যদি এমন কেউ করে, তাঁদেরও চিহ্নিত করে ল্যাজেগোবরে করে ছাড়ব।"

tmc bjp Mamata Banerjee abhishek banerjee West Bengal West Bengal News west bengal latest news