কয়লা পাচারকাণ্ডে ইডি-র সমন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শ, 'ইডিকে পুতুলের মতো নাচানো বন্ধ করে বাংলার মডেল থেকে শিক্ষা নিন।'
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিজেপিকে কড়া আক্রমণ করেছিলেন অভিষেক। আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, 'এই সমাবেশের পরেই হয়তো কাউকে গ্রেফতার করবে। তবে গ্রেফতার করেও তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।' এরপর ২৪ ঘন্টা না কাটতেই ইডি-র তলব পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু, তিনি যে দমতে নারাজ। শাহকে নিশানা করে টুইটবার্তায় তা সাফ করতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ডকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর মোদীর ডেপুটিকে সবক শেখাতে চেয়েছেন অভিষেক। টুইটে তিনি লিখেছেন, 'অমিত শাহর হাতে এখন জোড়া কাজ। প্রথম নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখানো এবং নিজের মন্ত্রকের পুলিশকে সামলানো। দিল্লির অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। ইডিকে পুতুলের মতো নাচানো বন্ধ করে ওনার উচিত বাংলার সুশানের মডেল থেকে শিক্ষানেওয়া।'
সম্প্রতি প্রকাশ পেয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড। সেখানে উল্লেখ, কলকাতা দেশের অন্যতম নিরাপদতম এবং সুরক্ষিত শহর। ভারতের অন্যান্য শহরের তুলনায় গুরুতর অপরাধের হার কলকাতায় সবথেকে কম। কিন্তু অপরাধের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে দিল্লি। দিল্লির আইন-শৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা র মন্ত্রী অমিত শাহ। ক্রাইম ব্যুরোর রিপোর্টে দেখা যাচ্ছে, গুরুতর অপরাধের ক্ষেত্রে কলকাতার অপরাধের হার যেখানে ৯২.৬, সেখানে দিল্লিতে তা ১৭৭১.৭ শতাংশ। এই সংখ্যা কলকাতার থেকে প্রায় ১৯ গুণ বেশি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই শাহকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।