Advertisment

'এই অপরাধ রাজ্য এক হাজারবার করবে'! সাফ বললেন অভিষেক

সকালে নিশানা, বিকেলে পাল্টা তোপ, একেবারে সেয়ানে সেয়ানে!

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়

মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সেই অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। যা নিয়ে শনিবার বিকেলে নোদাখালিতে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার উদ্দেশ্য নিয়ে প্রস্ন তুলেছে তিনি। অভিষেকের সাফ কথা, 'এই অপরাধ রাজ্য ১০০বার করবে'।

Advertisment

এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল যে, মিড-ডে মিলের টাকায় জেলাসফর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগ আরও ভয়ঙ্কর। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ নিয়ে প্রস্ন করা হলে চাঁচাছোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কেন্দ্রীয় সরকারের নানা কাজ ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন- এখন কী করবেন বিজেপির হিরণ? পরামর্শ দিলেন অভিষেক!

আরও পড়ুন- কেলেঙ্কারিতে জড়াতে পারেন মিঠুন! ‘মহাগুরু’কে নিয়ে সাঙ্ঘাতিক দুশ্চিন্তায় হিরণ

মমতা সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর 'অর্থনৈতিক অপরাধে'র অভিযোগ প্রসঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'মিড-ডে মিলের টাকা কোথা থেকে দেওয়া হয় সেটা প্রশাসনের বিষয়। জেলা দিলে জেলা প্রশাসন সেটা খতিয়ে দেখে পর্যালচনা করবে। কিন্তু সেই টাকা দেওয়ার উদ্দেশ্যটা কী? আমি মিড-মিল থেকে দি, অর্থ দফতর থেকে দি, সেচ বা ভূমি দফতর থেকে দি, যেখান থেকেই যাক টাকাটাতো রাজ্য সরকারের। রাজ্য টাকা দিয়েছে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আর ওনারা টাকা অপচয় করছেন নিজেদের প্রচারের জন্য, বিমান কেনা, সেন্ট্রাল ভিস্তার জন্য। এটা কী অর্থনৈতিক অপরাধ নয়? এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কী?'

অভিষেকের সংযোজন, 'অপরিকল্পিত লকডাউনের কারণে এত লোক মারা গেল। নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে ১৩০ জন মারা গেল। ওরা কারও পাশে দাঁড়ায় না। সব রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমাদের দিচ্ছে না। আমি বলছি বাংলা থেকে ওরা টাকা তোলা বন্ধ করুক, নিজে আত্মনির্ভর হোন। শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন কোভিডের সময় সেন্ট্রাল ভিস্তা প্রকল্প কার স্বার্থে? ওটা অর্থনৈতিক অপরাধ নয়? একটা মৃতের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দাঁড়ানো যদি অপরাধ হয় এই অপরাধ আমাদের সরকার এক হাজারবার করবে।'

tmc bjp abhishek banerjee Suvendu Adhikari Mid day Meal
Advertisment