Advertisment

Abhishek-Suvendu: শুভেন্দুকে বিঁধতে গিয়ে হাইকোর্টকেও নিশানা অভিষেকের, চর্চাবহুল ভিডিও-য় তোলপাড়

Abhishek-Suvendu: বিভিন্ন সময়ে নানা ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশ্য সভা হোক কিংবা সাংবাদিক সম্মেলন, নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে পাল্টা জবাব দিতে সময় নেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে এবার বিরোধী দলনেতাকে বিঁধতে গিয়ে কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়েও ঘুরিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee Suvendu Adhikari Highcourt Tmc Bjp

Abhishek-Suvendu: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শুভেন্দু অধিকারী।

Abhishek-Suvendu: শুভেন্দু অধিকারী ইস্যুতে এবার খোদ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স (X) হ্যান্ডলে একটি দেড় মিনিটের ভিডিও (Video) পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (Tmc Mp)। ওই ভিডিওটিতে নানা সময়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা বেশ কিছু মন্তব্য শোনা যাচ্ছে। বিরোধী দলনেতার এই মন্তব্যগুলি বিভিন্ন সময়ে তুমুল বিতর্ক তৈরি করেছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) এই ভিডিওটি পোস্টের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

এদিন ভিডিওটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, "BJP-র বিষের রাজনীতির সাক্ষী থাকতে এই ২ মিনিটের ভিডিওটি দেখুন। বাংলায় কীভাবে এই বিষ এরা ইনজেক্ট করছে। অনেক আবেদন সত্ত্বেও এই ব্যক্তি উচ্চ আদালতের সুরক্ষায় রয়ে গিয়েছেন। এই ধরনের বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানোর জন্য কে দায়ী এবং কী এমন বস্তু রয়েছে যা তাঁকে রক্ষা করতে কলকাতা হাইকোর্টকে বাধ্য করছে?"

আরও পড়ুন- Sandeshkhali-Sheikh Shahjahan: শাহজাহান কি বাংলাদেশে? ফেরার তৃণমূল নেতাকে জালে তুলতে দুরন্ত ছক ED-র

আরও পড়ুন- Sandeshkhali Unrest: মহিলাদের ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভের আগুনে সন্দেশখালি, আগুন তৃণমূল নেতার ভেড়ির ঘরে, আটক লকেটরা

উল্লেখ্য, অভিষেক বন্দ্যেপাধ্যায় যে ২ মিনিটের ভিডিওটি পোস্ট করেছেন সেটিতে শুভেন্দু অধিকারী নানা সময়ের বেশ কিছু মন্তব্য রয়েছে। কখনও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করতে শোনা যাচ্ছে। কখনও আবার বিরোধী দলনেতার তুমুল রোষে পড়তে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। কখনও রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিশানা করতে শোনা যাচ্ছে নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ককে।

আরও পড়ুন- DG Rajeev Kumar At Sandeshkhali: সন্দেশখালিতে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের, সংবাদ মাধ্যমকেও সতর্কবার্তা

রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ওই ভিডিওটিতে রাজ্য পুলিশের আধিকারিকদের একাংশকেও তুমুল টিপ্পনি করতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। যদিও এখনও পর্যন্ত অভিষেকের এই ভিডিও পোস্ট নিয়ে বিরোধী দলনেতা মুখ খোলেননি।

Suvendu Adhikari abhishek banerjee highcourt
Advertisment