Advertisment

Abhishek Banerjee: ভোটের গুরুদায়িত্ব শেষ, এবার রাজনীতি থেকে 'ছুটি' নিচ্ছেন অভিষেক, কিন্তু কেন?

Abhishek Banerjee: একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভা। তৃণমূলের ভোট সেনাপতি হয়ে বাজিমাত করেছেন তিনি। দলে তাঁর অনুগামীরা ইতিমধ্যেই তাঁকে গেমচেঞ্জার দাদা বলে ডাকছেন। সেই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, TMC, West Bengal

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভা। তৃণমূলের ভোট সেনাপতি হয়ে বাজিমাত করেছেন তিনি। দলে তাঁর অনুগামীরা ইতিমধ্যেই তাঁকে গেমচেঞ্জার দাদা বলে ডাকছেন। সেই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তৃণমূলের সংগঠন থেকে ছুটি নিচ্ছেন অভিষেক। জরুরি চিকিৎসার প্রয়োজনেই তিনি কয়েক দিনের ছুটি নিচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisment

বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জেতা সাংসদ। ঠিক কী হয়েছে তাঁর, সেকথা খোলসা করেননি অভিষেক। তবে ছুটিতে থাকলেও মানুষের প্রয়োজন, দাবিদাওয়া আরও ভাল করে বোঝার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক, এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, 'জরুরি চিকিৎসার প্রয়োজনে সংগঠন থেকে সাময়িক ছুটি নিচ্ছি আমি। এই ছুটিতেও মানুষের প্রয়োজন আরও ভাল করে বোঝার সুযোগ পাব আমি। আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকার মসৃণ ভাবেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে পিছপা হবে না'।

অভিষেক আরও লিখেছেন, গত বছর এই সময়ে তিনি নবজোয়ার যাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে তৃণমূল স্তরের মানুষের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছেন। মূল্যবৃদ্ধি-সহ ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা বাকি থাকায় মানুষ কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা বুঝতে পেরেছিলেন তিনি।

আরও পড়ুন Adhir-Arjun: এই কারণেই হার অধীর এবং অর্জুনের, তৃণমূলের কৌশলে নাস্তানাবুদ দুই ‘রবিনহুড’

অভিষেক জানিয়েছেন, সেই নবজোয়ার যাত্রা থেকেই তিনি বাংলা থেকে দিল্লিতে আন্দোলন নিয়ে গিয়েছিলেন। শেষপর্যন্ত রাজ্য সরকারই সমস্যার সমাধান করেছে। লোকসভা নির্বাচনের মানুষ তাঁদের উপর ভরসা রাখায় সকলকে ধন্যবাদও জানান তিনি।

abhishek banerjee West Bengal Mamata Banerjee tmc
Advertisment