Advertisment

২ মাস পথেই কাটাবেন অভিষেক, বাতলালেন পঞ্চায়েতের প্রার্থী বাছাই প্রক্রিয়া

অভিষেকের দাবি, দেশে এই প্রথম গোপন ব্যালটের মাধ্যমে মানুষই তাঁদের প্রার্থী বেছে নেবে পঞ্চায়েতের তিনটে স্তরেই।

author-image
IE Bangla Web Desk
New Update
what was abhishek banerjees reaction after the cbi interrogation , 'নির্যাস শূন্য' জিজ্ঞাসাবাদ শেষে বললেন অভিষেক, ভয়ঙ্কর নিশানা শুভেন্দুকে

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনে জয় পেতে এবার নয়া রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। টানা দুমাস ৩৫০০ কিলোমিটার পরিক্রমা করে ২৫০ জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময়কালে জেলায় জেলায় বিভিন্ন শিবিরে দলের নেতা-কর্মীদের সঙ্গে রাত কাটাবেন অভিষেক। ২ মাস পর কলকাতার বাড়িতে ফিরবেন অভিষেক। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন তিনি।

Advertisment

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে গ্রামবাংলায় জনসংযোগ কর্মসূচি তৃণমূলে নবজোয়ার শুরু হবে। ২ মাস ধরে মানুষের পাশে থেকে অভাব-অভিযোগ শুনবো। পঞ্চায়েতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ মানুষের ভোট দেবে। মানুষের মতামত নিয়ে ৬০ হাজার গ্রামীণ বুথে কে কোথায় প্রার্থী হবে, মানুষের কাছ থেকে সরাসরি প্রার্থী বাছব। পঞ্চায়েতের তিনটে স্তরে কাদের প্রার্থী দেখতে চান তাদের কাছ থেকে নাম জানতে চাইব।

আরও পড়ুন- হুঙ্কার ছেড়েও ঢোক গিললেন শুভেন্দু? আটকালেন নিয়মের বেড়াজালে!

বিগত কয়েক মাস যাবত তৃণমূল নেতৃত্ব ঘোষণা করে আসছিল এবার পঞ্চায়েতে গ্রামীণ মানুষই বেছে নেবে তাঁদের পার্থী। কোনওরকম ভাবে প্রার্থী চাপিয়ে দেওয়া হবে না। কিভাবে প্রার্থী বাছাই হবে সেই অভিনব পন্থা ঘোষণা করল দল। অভিষেকের দাবি, দেশে এই প্রথম গোপন ব্যালটের মাধ্যমে মানুষই তাঁদের প্রার্থী বেছে নেবে পঞ্চায়েতের তিনটে স্তরেই।

দুই ভাবে এই কর্মসূচি রূপায়ন হবে। প্রথমত জনসংযোগ যাত্রা ও গ্রামবাংলার মতামত। কোচবিহারের দিনহাটা থেকে তৃণমূল কংগ্রেস নয়া কর্মসূচি শুরু করবে। অভিষেক বলেন, আমরা আগামী ২৫ এপ্রিল থেকে কর্মসূচি শুরু করছি। দিনহাটা থেকে কর্মসূচি সূচনা হবে। তার আগে কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেব। কাকদ্বীপ বা পাথরপ্রতিমায় শেষ হবে। ২ মাস টানা রাস্তায় থাকব, কলকাতায় ফিরব না। ২৪ জুন সাগরে শেষ হবে কর্মসূচি। তারপর বাড়ি ফিরব। প্রতিদিন গড়ে ৪-৫টা জনসভা থাকবে। শিবিরে রাতে বৈঠক হবে। সেখানে স্থানীয় দলীয় নেতৃত্ব থেকে বুথ সভাপতি, বিশিষ্টজনেরাও থাকবেন। গোপন ব্যালটে প্রতিনিধি নির্বাচনের ভোট হবে।

tmc panchayat election abhishek banerjee West Bengal
Advertisment