ধর্ম হোক যার যার, বড় মা সবার! শতবর্ষ উপলক্ষে এবার নৈহাটিতে বড় মার নতুন মন্দিরের দ্বার উদঘাটন সময়ের অপেক্ষা মাত্র। বড় মার নতুন মন্দিরের দ্বার উদঘাটন হবে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তৃণমূল সাংসদ নতুন মন্দিরের দ্বার উদঘাটন করার পরেই তা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।
জানা গিয়েছে, বড় মার সাড়ে ৪ ফুটের নতুন কষ্টিপাথরের মূর্তি তৈরি হয়েছে। প্রায় একশো ভরি সোনার গয়নায় সেজে উঠবেন বড় মা। বড় মার নতুন মন্দিরের দ্বার উদঘাটন করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বড় মার এই মূর্তি তৈরি করেছেন রাজস্থানের প্রখ্যাত শিল্পী ধর্মেন্দ্র সাউ। বড় মার নতুন এই মূর্তি আগামী ২৫ অক্টোবর মন্দিরে নিয়ে আসা হবে। ২৬ তারিখ থেকে শুরু হবে মূর্তি প্রতিষ্ঠার বিশেষ পুজো। সূদূর বারাণসী থেকে ব্রাহ্মণরা এসে করবেন এই বিশেষ পুজো।
বড় মা'র মূর্তি প্রতিষ্ঠার পুজোয় কী কী উপকরণের ব্যবহার হবে?
বড় মার মূর্তি প্রতিষ্ঠার পুজোয় ৫০ কেজি বেল কাঠ দিয়ে চলবে যজ্ঞ। সেই সঙ্গে গীতা পাঠ, চণ্ডীপাঠ এবং রুদ্রপাঠ করা হবে। পরপর তিন ধরে চলবে নৈহাটির বড় মায়ের মূর্তি প্রতিষ্ঠার পুজো। শেষে ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর দিনে বড় মার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তারপরেই ভক্তদের ভোগ নিবেদন পর্বের শুরু।
অভিষেক বড় মা'র নতুন মন্দিরের দ্বার উদঘাট করবেন কবে?
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মার নয়া মন্দিরের দ্বার উদঘাটন করবেন আগামী ২৯ অক্টোবর। তারপরেই মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। এখন সেই সব বিশাল কর্মযজ্ঞের শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি চলছে। মন্দিরে নীচের তলায় বড় মায়ের পাশাপাশি রাধা-কৃষ্ণের মূর্তি থাকবে। এছাড়াও এখানে অতিথিদের জন্য থাকার ব্যবস্থার পাশাপাশি বৃদ্ধাশ্রমও গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন- নজিরবিহীন পরিস্থিতি যাদবপুরে! রাতভর ধর্নায় খোদ উপাচার্যই
নৈহাটি বড় কালী পুজো সমিতি সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন ধরে ভক্তদের দেওয়া সোনা দিয়েইে বড় মার প্রায় ১০০ ভরি সোনার গয়না তৈরি করা হয়েছে। মন্দির তৈরির অনুদানও ভক্তরাই দিয়েছেন।