নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে নৈহাটির এই মন্দিরে আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই নৈহাটির বড়মা কালী মন্দিরে প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল সূত্রে খবর, নৈহাটি সফরে আসছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কিছু স্পষ্ট জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, নিরাপত্তার বিষয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মা কালী মন্দিরের শতবর্ষ পূর্তি এবছর। সেই উপলক্ষে অনুষ্ঠানে আগেই আসার কথা ছিল অভিষেকের। কিন্তু নতুন মন্দিরের উদ্বোধনে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে তখন জানা যায়। বিশেষ কারণে সেই অনুষ্ঠানে তিনি আসতে পারেননি।
মন্দিরের উদ্বোধনেক আগে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন তিনি। এবার জানা গেল, মঙ্গলবার মন্দির পরিদর্শন এবং পুজো দিতে নৈহাটি যেতে পারেন অভিষেক। গত ৭ নভেম্বর নৈহাটির বড়মা মন্দিরে অভিষেকের জন্মদিন উপলক্ষে হোমযজ্ঞের আয়োজন করেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
আরও পড়ুন গারদ দেখেই বায়নাক্কা, চটে লাল বালু! জেলে কেমন কাটল মন্ত্রীর দীপাবলির রাত?
মন্ত্রী জানান, অভিষেকের চোখে অপারেশন হয়েছে। তাঁর এবং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পুজো দেওয়া হয়েছে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এই কালীপুজোকে ঘিরে আলাদা উন্মাদনা থাকে। প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন হয়।