Advertisment

Abhishek Banerjee: 'হতে হবে আরও নম্র এবং সহানুভূতিশীল', কুকথায় রাশ টেনে বিনয়ী হওয়ার বার্তা অভিষেকের

Abhishek Banerjee: আরজি কর কাণ্ডে নাগরিক সমাজের আন্দোলনকে কুকথার আক্রমণ চলছেই তৃণমূলের একাংশের তরফে। গণরোষ প্রশমিত করতে পার্টির নেতা-কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, TMC, RG Kar Case

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: আরজি কর কাণ্ড অস্বস্তি বাড়িয়ে ছিলই। গোদের উপর বিষফোড়ার মতো এবার দলের নেতা-কর্মীদের কুকথা আরও চাপ বাড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলনেত্রী ফোঁস করতে বলেছিলেন। কিন্তু নেতা-কর্মীদের সেই ফোঁসের জেরে বিপাকে পড়েছে দল। এবার সেই নিয়ে সংগঠনের ক্লাস নিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবার দলের একাংশের সমালোচনা করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। তাতেই সবাইকে সতর্ক করেছেন তিনি। লিখেছেন, 'দলীয় গণ্ডি ছাড়িয়ে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে। আমি তৃণমূলের সকলকে অনুরোধ করছি চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশে কটূ কথা বলা বন্ধ করুন। প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এটাই পশ্চিমবঙ্গকে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করেছে। আমরা বুলডোজার মডেল এবং রাজনমৈতিক নিপীড়ণের কৌশলের বিরুদ্ধে আন্তরিক ভাবে লড়াই করেছি।'

সমাজমাধ্যমে তিনি আরজি কর কাণ্ডের উল্লেখ করে লিখেছেন, 'এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ করার এখনই সময়। বাংলাকে অবশ্যই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে হবে এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি হয়. এবং রাজ্য-কেন্দ্র সরকার উভয়ের দ্বারা কড়া ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করা হয় ততক্ষণ পর্যন্ত থামবে না।'

প্রসঙ্গত, দলের সাংসদ-বিধায়ক, এমনকী কাউন্সিলররাও যেভাবে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে নাগরিক সমাজের আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, আন্দোলনকারীদের উদ্দেশে কুকথা বলছেন তাতে বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন অস্বস্তি আরও বাড়ল মমতা-অভিষেকের, অসম থেকে বড় দুঃসংবাদ এল তৃণমূলের

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, গত ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের পরেই এই প্রবণতার দেখা দিয়েছে। ওই সমাবেশে বক্তৃতা করতে গিয়ে মমতা দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাঁকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ ঘটনাচক্রে, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেকও।

abhishek banerjee West Bengal RG Kar Medical College tmc Mamata Banerjee
Advertisment