Sougata Roy On Abhishek Banerjee: কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তৃণমূলের নেতা থেকে কর্মী, সমর্থক সকলের। যা নিয়ে সোমবার মুখ খুললেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। যা নিয়ে চর্চা শুরু হয়েছে।
বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে কলকাতায় রাজভবনের রাজভবনের সামনেই জারি ছিল ধর্না আন্দোলন। অথচ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে একবারের জন্যও দেখা মেলেনি তাঁর। তাহলে কী দলের রাশ নিয়ে এখনও মমতা-অভিষেক দ্বন্দ্ব বিদ্যমান! এখন কোথায় তৃণমূল 'সেনাপতি'?
এদিন বিমানবন্দরে সৌগত রায়কে অভিষেক নিয়েপ্রশ্ন করা হলে তিনি বলেন, 'এসেছে নিশ্চয়। আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখুন। আমি তো ওর পিএ নই।' তারপরই সৌগত রায় বলেন, 'আমি জানি না। আমার ধারণা ওর কোনও শারীরিক অসুস্থতা আছে। ওর সঙ্গে কথা হয়নি, তবে আমার মনে হয় চিকিৎসা চলছে।'
তৃণমূল সূত্রে দু'টি খবর শোনা যাচ্ছে। একাংশ বলছে, চিকিৎসার কাজে দিল্লিতে রয়েছেন জোড়া-ফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদের মত, ব্যক্তিগত কোনও কাজে ব্যস্ত আছেন তিনি। সূত্রের খবর, সোমবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নেত্রীর সঙ্গেই কলকাতায় ফিরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডামন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড' অভিষেকের এই 'নিখোঁজ' অবস্থা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বঙ্গ বিজেপি নেতাদের প্রশ্ন- 'এটা মনের অসুস্থতা, এর কোনও চিকিৎসা হয় না।'