scorecardresearch

শুভেন্দু বনাম অভিষেক: শীতের শুরুতে বঙ্গ রাজনীতিতে ‘সেয়ানে সেয়ানে’ লড়াই

ডিসেম্বর বিপ্লবের আগে এ যেন দুপক্ষের শক্তিপরীক্ষার তোড়জোড় চলছে।

suvendu adhikaris mental state is not good claim by abhishek banerjee
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বেশ কয়েক মাস ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে ডিসেম্বর হুংকার ছাড়ছিলেন। পরে খোলসা করে বলেছেন সরকার পতনের কথা তিনি বলেননি, তবে বড় ডাকাত ধরা পড়বে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। তার আগেই যুযুধান দুপক্ষ ওয়ার্ম-আপ করতে ময়দানে নেমে পড়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার দুটি জনসভার ক্ষেত্রেই অনুমতির জন্য আদালত পর্যন্ত গড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, ডিসেম্বর বিপ্লবের আগে এ যেন দুপক্ষের শক্তিপরীক্ষার তোড়জোড় চলছে। দুই শিবিরের রণকৌশলেও ক্রমশ বদল ঘটছে।

২০২১ বিধানসভা নির্বাচনের পর ৭৭ থেকে বিজেপির বিধায়ক সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল। যদিও খাতায় কলমে মুকুল রায়ের মতো দলবদলু বিধায়করা বিজেপিতেই রয়েছেন। শুভেন্দুর ডিসেম্বর হুংকারের পর থেকে বিধায়কদের দলবদল আপাতত বন্ধই রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লকগেট খুলে দিলেই হু হু করে সব চলে আসবে। আপাতত সেই স্রোত দেখা যাচ্ছে না। লকগেট সাময়িক বন্ধ কিনা তা নিয়ে রীতিমতো চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে শুভেন্দুর ডিসেম্বর বিপ্লবের আগেই মাসের প্রথমেই কাঁথিতে বড়সড় জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা একইদিনে ডায়মন্ড হারবারে জনসভা করতে চলেছে বিজেপি।

কাঁথির জনসভায় তৃণমূলের মুখ্য বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের দিক নির্দেশ দেবেন অভিষেক। পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার শহরকেই বেছে নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের জনসভায় রেকর্ড ভিড় হবে।

আরও পড়ুন অভিষেককে জবাব দিতে ‘ধনুকভাঙা পণ’ শুভেন্দুর, ডায়মন্ড হারবারের সভায় কোর্টের ছাড়

এদিকে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাঁথিতে সভা করবেন তখন তাঁর লোকসভা কেন্দ্রে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। রীতিমতো তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন নন্দীগ্রামের বিধায়ক। পর্যবেক্ষক মহলের মতে, একেবারে যেন সেয়ানে সেয়ানে লড়াই। তবে দুই যুযুধান দলের অন্যতম প্রধান কান্ডারী একে অপরের এলাকায় একই সময়ে জনসভা করছেন এটাও বাংলার রাজনতিতে প্রায় বিরল। এখন চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জে শনিবার কী পরিস্থিতি দাঁড়ায় সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

শুভেন্দু প্রকাশ্যে ডাকাত ধরার ঘোষণা করেছেন। নাম না বললেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। দুদিন আগেই তাঁর বিরুদ্ধে এরাজ্যে পুলিশের কেস নিয়ে পুস্তিকা প্রকাশ করেছেন শুভেন্দু। পর্যবেক্ষক মহলের মতে, চাপ সৃষ্টির রাজনীতি জোরকদমে চালিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার কাঁথিতে তাঁর বাড়ির ঢিলছোড়া দূরত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করে পাল্টা কৌশল অবলম্বন করেছেন। এখন দেখার বিষয় দুই জনসভায় কে কী বক্তব্য রাখেন। তাঁরা কোনও নথি তুলে ধরেন কিনা। সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Abhishek banerjee vs suvendu adhikari saturday mega duel in bengal politics