Advertisment

Abhishek Banerjee: তৃণমূলের নেত্রী-সেনাপতি বরফ গলল! এবার কী পদক্ষেপ অভিষেকের?

TMC 2024: 'বয়সসীমা' ও দলে 'এক ব্যক্তি এক পদ' নিয়ে মমতা-অভিষেক মতপার্থক্য প্রকাশ্যে আসে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, তিনি আপাতত ডায়মন্ড হারবারের মধ্যে তাঁর কার্যকলাপ সীমিত রাখতে আগ্রহী। এরপরই দলীয় কাজে আর তেমনভাবে দেখা যায়নি 'সেনাপতি'কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee will hold a meeting with TMC mp mla and party block presidents on 16 February , সাংসদ বিধায়ক তৃণমূল ব্লক সভাপতিদের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি বৈঠক করবেন অভিষেক ব্যানার্জী

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Is Abhishek Banerjee Is In Previous Form Again: ফের কবে দলীয় কর্মসূচিতে আগের মতই সক্রিয় হতে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? যখন তৃণমূলের অন্দরেই এই প্রশ্ন জোড়ল হতে শুরু করেছে, তখনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিস থেকেই জরুরি বার্তা গেল জোড়া-ফুলের সব সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের কাছে!

Advertisment

অভিষেকের অফিস থেকে জানানো হয়েছে যে, আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টের সময়ে দলের সব সাংসদ, বিধায়ক ও তৃণমূল ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন 'সেনাপতি'। তবে, যেহেতু এক সঙ্গে প্রায় চারশ জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই। তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে ওই বৈঠক।

আরও পড়ুন- Sheikh Shahjahan: হাজিরা এড়িয়েছেন সন্দেশখালির শাহজাহান, বিকেলে ইডি দফতরে হঠাৎ হাজির তাঁর আইনজীবী! কেন?

'বয়সসীমা' ও দলে 'এক ব্যক্তি এক পদ' নিয়ে মমতা-অভিষেক মতপার্থক্য প্রকাশ্যে আসে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, তিনি আপাতত ডায়মন্ড হারবারের মধ্যে তাঁর কার্যকলাপ সীমিত রাখতে আগ্রহী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন তা পালন করবেন। অথচ কদিন আগে দেখা যায় বীরভূম নিয়ে দলের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বিরোধী ধর্নামঞ্চেও তাঁকে দেখা যায়নি। ফলে কোথা অভিষেক? তা নিয়ে প্রশ্ন ওঠে।

এরপরই জানা যায়, সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে অভিষেক দিল্লি গিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি সফর বাতিল করতেই দেখা যায়, মঙ্লবার বেলায় তড়িঘড়ি রাজধানী থেকে থেকে কলকাতায় ফিরেই কালীঘাটে নেত্রী বাড়িতে গিয়েছেন 'সেনাপতি'। সূত্রের খবর, সেখানে মমতা-অভিষেকের প্রায় ৪৫ মিনিট কথা হয়। এরপরই দলীয় কর্মসূচিতে ফের সক্রিয় হওয়ার বার্তা মিলেছে অভিষেকের অফিস থেকে। তাহলে কী মঙ্গলে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরই বরফ গলল? লোকসভার আগে কৌতূহলের বিষয় সেটাই।

abhishek banerjee Mamata Banerjee tmc
Advertisment