৩ অক্টোবর ইডি'র তলব: ফের চাঁচাছোলা অভিষেক

চ্যালেঞ্জের সুরে কী বললেন তৃণমূলের 'সেকেন্ড-ইন কমান্ড'।

চ্যালেঞ্জের সুরে কী বললেন তৃণমূলের 'সেকেন্ড-ইন কমান্ড'।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee will not appear before ed on 3rd october , ৩রা অক্টোবর ইডি'র তলবে হাজিরা দেবেন না অভিষেক ব্যানার্জী

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় আগমী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। ওই দিনই আবার দিল্লিতে তৃণমূলের কেন্দ্র বিরোধী ধর্না কর্মসূচি রয়েছে। ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওই দিন ইডি দফতরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। শেষপর্যন্ত তলবের ২৪ ঘন্টার মধ্যেই ৩রা অক্টোবর ইডি দফতরে যাওয়া নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি লিখেছেন, 'শত বাধা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বঞ্চনা এবং এর ন্যায্য পাওনার আদায়ের জন্য লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনও শক্তিই বাংলার জনগণ এবং তাদের মৌলিক অধিকারের দাবিতে আমার উৎসর্গকে বাধাগ্রস্ত করতে পারবে না। ২রা ও ৩রা অক্টোবর আমি দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দিতে।' এরপরই চ্যালেঞ্চের সুরে তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' লিখেছেন, 'যদি পারো আমাকে থামাও।'

অভিষেকের নেতৃত্বে তৃণমূলের দিল্লির কর্মসূচি বহুদিন আগে থেকেই নির্ধারিত। তাহলে কেন ইডির তরফে ওই দিনই তাঁকে ডাকা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবূার অভিষেক নিজেও সেই প্রশ্ন তুলেছিলেন। সেই সঙ্গেই এক্সবার্তায় লিখেছিলেন, 'এখন, আজ আবার তারা আমাকে তাদের সামনে হাজির হওয়ার জন্য আরেকটি সমন পাঠিয়েছে। যেদিন ৩রা অক্টোবর দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রতিবাদ আন্দোলন শুরু হবে। এটাই প্রমাণ করছে যে কারা সত্যিকারের ভীত, সন্ত্রস্ত এবং কারা ভয়ে কাঁপছেন।'

Advertisment

এর আগে গত ১৯ মে বাঁকুড়ায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ফেলে কেন্দ্রীয় এজেন্সির তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের ‘সেকেন্ডজ ইন কমান্ড’। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় পরপর দু’বারই বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট বা তৃণমূলের কর্মসূচির দিনই অভিষেককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। দু'বারই হাজিরা দিয়েছিলেন তিনি।

গত ১৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেছিলেন যে, ‘এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের নির্যাস শুধু শূন্য নয়, মাইনাস টু। শুধু সময় নষ্ট। আমাকে আবার ডাকলে আবার আসবো। আবারও সেদিন বলব জিজ্ঞাসাবাদের ফল মাইনাস ফোর হবে।’

আরও পড়ুন- ‘তলানিতে বাংলার আইনশৃঙ্খলা’, মুণ্ডহীন তরুণীর জ্বলন্ত ভিডিও পোস্ট করে তুলোধনা মালব্যের

abhishek banerjee Enforcement Directorate tmc