Advertisment

Abhishek Banerjee: তৈরি 'যুবরাজ', বিরোধীদের 'শবক' শেখাতে আটঘাঁট বেঁধেই মাঠে নামছেন অভিষেক

Abhishek Banerjee-Lok Sabha Polls 2024 Campaign: আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের 'জনগর্জন' সভা। সেই সভায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকেই তাকিয়ে জোড়াফুলের নেতা-কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের রাজনৈতিক মোকাবিলায় দলের সুপ্রিমোর টিপসের দিকেই তাকিয়ে তৃণমূলের নেতারা। ব্রিগেডের সভার পরেই রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Results Tmc Abhishek Banerjee directs his party leaders

Abhishek Banerjee: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee-TMC: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিরোধীদের কাছে রাজ্যের শাসকদল তৃণমূলকে প্যাঁচে ফেলতে হাতেগরম একের পর এক ইস্যুর অভাব নেই। ফি দিন তা ঘাসফুলকে 'হাড়ে হাড়ে' বোঝাচ্ছে বিরোধী BJP থেকে শুরু করে সিপিআইএম (CPIM) ও কংগ্রেস (Congress)। তবে বাংলায় জনভিত্তি ধরে রাখতে চেষ্টায় কসুর করছে না জোড়াফুলও। আগামী ১০ মার্চ ব্রিগেডে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে 'জনগর্জন সভা' (jana garjana sabha) করবে তৃণমূল (TMC)। ১০ তারিখ ব্রিগেডের সভা থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা নিয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ছেন অভিষেক নিজে। আগামী কয়েক সপ্তাহে রাজ্য চষে ফেলার প্ল্যান 'যুবরাজের'।

Advertisment

আগামী ১০ মার্চ কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) তৃণমূলের 'জনগর্জন' সভা। তারপরেই রাজ্যজুড়ে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ব্রিগেডের পর পরপর পাঁচটি মেগা জনসভা করবেন অভিষেক। আগামী ১৪ মার্চ, 'নন্দীগ্রাম দিবস' (Nandigram)। ওই দিন থেকেই জেলা সফর শুরু তৃণমূলের 'যুবরাজের'।

আরও পড়ুন- Anupam Hazra: TMC-র সঙ্গে কোটি টাকার ‘ডিল’? কার? মারাত্মক বাণে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ালেন অনুপম

ওই দিন জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা ডায়মন্ড হারবারের তৃণমূলের বিদায়ী সাংসদের। এরপর আগামী ১৬ মার্চ তাঁর সভা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখান থেকে তিনি যাবেন উত্তরে। ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা অভিষেকের। ফের দক্ষিণে এসে ২০ মার্চ সভা করবেন বসিরহাটে (Basirhat)। আগামী ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা তৃণমূলের শীর্ষ নেতার।

আরও পড়ুন- Soumendu Adhikari: ‘কঠিন কাণ্ড হবে, যা ওরা ভাবতেই পারবে না’, ছেলে সৌমেন্দু প্রার্থী হতেই হুঙ্কার শিশিরের!

বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার একগুচ্ছ অভিযোগ তুলে মাঠে নামছেন অভিষেক। লোকসভা ভোটের ঠিক মুখে জেলায়-জেলায় ঘুরে কেন্দ্রীয় বঞ্চনাকেই প্রচারের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকা ইস্যুকেই ঢাল করে এগোতে চাইছে তৃণমূল।

abhishek banerjee brigade tmc loksabha election 2024 Mamata Banerjee
Advertisment