Advertisment

বকেয়া আদায়ে তৃণমূলের 'মিশন রাজভবন', অভিষেকের নেতৃত্বে মিছিল পৌঁছল গন্তব্যে

রাজভবনে নেই রাজ্যপাল। এবার তাহলে কী করবেন অভিষেক?

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee raj bhavan abhijan, অভিষেক ব্যানার্জী তৃণমূল রাজভবন অভিযান

রাজভবন অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি- শশী ঘোষ

দিল্লির পর এবার কলকাতায়, কেন্দ্রের থেকে বাংলার বকেয়া আদায়ে তৃণমূলের 'মিশন রাজভবন' মিছিল। বিকেল সাড়ে তিনটে বাজতেই মোহরকুঞ্জ প্রাঙ্গন থেকে রাজভবনের উদ্দেশে পথ চলা শুরু করে জোড়-ফুলের মিছিল। সাড়ে তিন কিলোমিটার রাস্তা প্রায় ২ ঘন্টার পর পৌঁছয় রাজভবন চত্বরে। তার আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা।

Advertisment
publive-image

রাজভবনের সামনে পথে বসে পড়েছেন তৃণমূল কর্মীরা। ছবি- পার্থ পাল

বকেয়া আদায়ে রাজধানীতে ধর্না কর্মসূচিতে লাভ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণণূলের সাংসদ, মন্ত্রী ও বঞ্চিতদের সঙ্গে দেখা করবেন বলেও করেননি। যা নিয়ে চাপানউতোর জারি আছে। উল্টে তৃণমূলের অভিয়োগ, বকেয়ার বদলে জুটেছে পুলিশের নীপীড়ন। যার পাল্টা এদি রাজভবন অভিয়ানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে ৫০ লক্ষ বঞ্চিত মানুষের বকেয়া অর্থের দাবি।

রাজভবনে নেই রাজ্যপাল। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছেছেন তিনি। এবার তাহলে কী হবে? শাসকদলের দাবি, রাজ্যপালের কাছে সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। জবাবে রাজ্যপাল জানিয়েছেন, উত্তরবঙ্গে এসে দেখা করতে পারেন তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন মন্তব্য ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। দুপুরে রাজভবনের কর্মসূচি থেকে এই বিষয়ে অভিষেক কী বলেন, সেদিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

abhishek banerjee tmc cv ananda bose
Advertisment