Advertisment

'পালাবো না, প্রয়োজনে জনসংযোগ থামিয়ে তদন্তে সহযোগিতা', প্রতিশ্রুতি অভিষেকের

অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদে আর কোনও বাধা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
what was abhishek banerjees reaction after the cbi interrogation , 'নির্যাস শূন্য' জিজ্ঞাসাবাদ শেষে বললেন অভিষেক, ভয়ঙ্কর নিশানা শুভেন্দুকে

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। অর্থাৎ অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদে আর কোনও বাধা রইল না। এছাড়া উভয়কেই ২৫ লাখ করে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে। সূত্রের খবর, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন অভিষেক। এসবের মধ্যেই এদিন জনসংযোগ যাত্রার মাঝে হাইকোর্টের রায় নিয়ে মুখ খুলেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisment

কী বলেছেন অভিষেক?

'আমি এখনও রায়ের কপি হাতে পাইনি। পেলে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয় ভাববো। একজন নাগরিক হিসাবে সেই রাস্তা আমার সামনে খোলা আছে। তবে তদন্ত এজেন্সিকে আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। যদি আমায় সমন পাঠানো হয় তাহলে দরকারে আমি জনসংযোগ যাত্রা একদিন থামিয়ে আমি তদন্তে সাহায্য করে আসব।'

এর আগে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাঁকে কলকাতার দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি হোক। সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেকের দাবি, 'আমরা পালিয়ে যাওয়ার লোক নই। মাথা উঁচু করে থাকা লোক। তদন্তের মুখোমুখি হতে আমরা ভয় পাই না।'

সার্ভার বিভ্রাটের জেরে এদিন বিকেল চারটে পর্যন্ত কুন্তলের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায় হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড সম্ভব হয়নি।

tmc Calcutta High Court abhishek banerjee Justice Amrita Sinha
Advertisment