Advertisment

দুপুরে সমন, বিকেলে CBI-কে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

কী বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

author-image
IE Bangla Web Desk
New Update
what was abhishek banerjees reaction after the cbi interrogation , 'নির্যাস শূন্য' জিজ্ঞাসাবাদ শেষে বললেন অভিষেক, ভয়ঙ্কর নিশানা শুভেন্দুকে

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে সিবিআই। যা নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টুইটে নিজের কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

টুইটে অভিষেক সিবিআই সমনের প্রতিলিপি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমনে ১৬ই এপ্রিল তারিখের উল্লেখ রয়েছে। তবে তা ডায়মন্ড হারবারের সাংসদের কাছে পৌঁছেছে সোমবার, ১৭ই এপ্রিল। সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমাকে হয়রানি ও টার্গেট করতে মরিয়া, বিজেপি সিবিআই এবং ইডিকে আদালত অবমাননার মুখোশ খুলে দিচ্ছে। আমাকে তলবের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সকালে কলকাতা হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। বেহাল অবস্থা।'

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল- নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল- পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই শীর্ষ আদালতের নির্দেশই কার্যকর থাকবে। এই মামলার পরবর্তী নির্দেশ আগামী ২৪ এপ্রিল। তারপরও এদিন বিকেলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের নোটিস ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আইনি পথেই সিবিআইয়ের পদক্ষেপের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু করেছেন।

abhishek banerjee supreme court cbi
Advertisment