Advertisment

বড় চ্যালেঞ্জের মুখে অভিষেক, তৃণমূলের 'দিল্লি চলো'-য় 'না' অমিত শাহ'র পুলিশের

মমতা-অভিষেক-কে আটকাতে ষড়যন্ত্র দেখছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjees delhi chalo program at ramlila ground did not allow amit shahs police , ২রা অক্টোবর অভিষেকের দিল্লি চলো কর্মসূচিতে অনুমতি দিল না দিল্লি পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ।

১০০ দিনের প্রকল্প, আবাস যোজনা সহ বাংলার পাওয়া আটকে রেখেছে কেন্দ্র। সরব পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল। তাই বকেয়া আদায়ে ২১ জুলায়ের মঞ্চ থেকে 'দিল্লি চলো'র ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির রামলীলা ময়দানে তৃণণূলের এই কর্মসূচির হওয়ার কথা। সেই মতো জোড়া-ফুলের তরফে দিল্লি পুলিশের কাছে কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হয়েছিল। জানা গিয়েছে, দিল্লি পুলিশ তৃণমূলের 'দিল্লি চলো' কর্মসূচিতে অনুমতি দেয়নি। উল্লেখ্য, দিল্লি পুলিশ অমিত শাহ-র নেতৃত্বাধীন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে।

Advertisment

রাজধীনার বুকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের তরফে আয়োজনও অনেক দূর এগিয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু, দিল্লি পুলিশের অনুমতি না মেলায় এখন বড় চ্যালেঞ্জের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকা 'দিল্লি চলো' কর্মসূচি।

দিল্লি পুলিশের তরফে ২৮ অগাস্ট তৃণমূলকে জানানো হয়েছে যে, রামলীলা ময়দান ২রা অক্টোবর আগে থেকেই বুক হয়ে গিয়েছে। ফলে 'দিল্লি চলো' কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না।

অনুমতি বাতিল সংক্রান্ত বিষয়টি 'রাজনৈতিক' সিদ্ধান্ত বলে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তিনি বলেছেন, '২ অক্টোবর আমাদের ধর্না ছিল দিল্লিতে, রামলীলা ময়দান আমরা চেয়েছিলাম। এখন দিল্লি পুলিশ সেটি নাকচ করে দিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমরা রামলীলা ময়দানটা চাইছি। ২ অক্টোবর সভা হবে। ২৩ অগাস্ট আমরা সেইগুলো জমা দিয়েছিলাম। দিল্লি পুলিশ আচমকা ২৮ অগাস্ট জানিয়ে দিয়েছে আগে থেকে বুকিং শুরু করা উচিত ছিল। আগে থেকে বুকিং হয়ে গিয়েছে। তাই আপনাদের দেওয়া যাবে না। এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা। আসলে তাঁদের আটকানোর জন্য ধর্নার অনুমতি দিল্লি পুলিশ বাতিল করে দিল। এটা বিজেপি বাতিল করল। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এর প্রতিবাদে খুব শীঘ্রই কী কর্মসূচি তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই জানাবেন।'

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার অধিকারের টাকা আদায় করতে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ২ অক্টোবর 'দিল্লি চলো'র ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, পশ্চিমবঙ্গের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা, পায়ে পড়া, নইলে অধিকার ছিনিয়ে আনতে জোরদার আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না শাসক দল। অধিকার, বকেয়া আদায়ে তাই এবার আন্দোলন, ধর্না হবে দিল্লির বুকে।

abhishek banerjee Delhi Police bjp tmc Mamata Banerjee
Advertisment