আবারও চোখের সমস্যা দেখা দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জোড়াফুলের সাংসদের চোখে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। যদিও দলের তরফে এখনও অভিষেকের চোখের এই সমস্যার ব্যাপারে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। এদিকে, কলকাতার নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের মেগা সভা। সেই সভায় লোকসভা ভোটের আগে দলের সাংসদ-বিধায়কদের নতুন বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। চোখের সমস্যার জন্য সেই সভায় যাননি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। ভার্চুয়ালি সভায় যোগ তৃণমূল সাংসদের।
তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টানা কন্টাক্ট লেন্স ব্যবহারের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। সেই কারণেই তাঁর চোখের বিশ্রামের প্রয়োজন। গতকাল শিল্প সম্মেলন থেকে ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চোখের সমস্যা নিয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেছে তৃণমূল সুপ্রিমো।
এবছরের অগাস্টে আমেরিকায় চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা কিছুদিন চিকিৎসা করানোর পর কলকাতায় ফিরেছিলেন অভিষেক। আমেরিকায় থাকাকালীন চিকিৎসকের সঙ্গে তৃণমূল সাংসদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন- শীতের কামড় আরও জোরালো, একেবারে দোরগোড়ায় জাঁকিয়ে ঠান্ডা?
আমেরিকা থেকে কলকাতায় ফিরে আসার পর মাত্র কয়েক মাসই কেটেছে। ফের চোখের সমস্যায় কাকু অভিষেক। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অভিষেকের চোখের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তৎপরতা চলবে বলে জানা গিয়েছে।