আজ, মঙ্গলবার কোচবিহারের দিনহাটা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ শুরু হচ্ছে। তৃণমূল সাংসদের প্রথম দিনের এই কর্মসূচির দিকে নজর থাকবে। গতকাল, সোমবার কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক। সেখানে তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে। আজও জনসংযোগ যাত্রায় ব্যাপক জনসমাগমের আশায় রয়েছে তৃণমূল। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অভিষেকের ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি ঘিরে রাজকীয় আয়োজন করেছে তৃণমূল। একনজরে দেখে নেওয়া যাক সেই আয়োজনের খুঁটিনাটি।
- আলিপুরদুয়ার-কোচবিহার মিলিয়ে টাঙানো হয়েছে ২৯২টি তাঁবু
- এক একটি তাঁবুর প্রতি রাতের ভাড়া ২৫ হাজার টাকা
- শুধু দুই জেলাতে তাঁবুর ভাড়া বাবদ তৃণমূলের খরচ হচ্ছে ৭৩ লাখ টাকা
- তাঁবু খাটানোর বরাত পেয়েছে উত্তরবঙ্গের বাইরের ঠিকাদাররা
- স্টিলের ফেনসিং দিয়ে ঘেরা হয়েছে মাঠ
- থাকছে সিসি ক্যামেরার নজরদারি
- তাঁবুতে অ্যালয় স্টিলের খাটের পাশাপাশি থাকবে চেয়ার ও স্ট্যান্ড ফ্যান
- ব্যবস্থা থাকবে এসি ও কুলারের
- আনা হয়েছে অভিষেকের থাকার জন্য বিলাসবহুল ক্যারাভান
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির সূচনা হচ্ছে। টানা দু’মাস বাড়ির বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচিতে বাংলার উত্তর থেকে দক্ষিণ জনসংযোগ করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের জন্য এলাকার মানুষদের সঙ্গে কথা বলে, তাঁদের অভাব-অভিযোগ শুনবেন অভিষেক।
আরও পড়ুন অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি কীভাবে? মুখ খুললেন পার্থ!