Advertisment

Abhishek Banerjee: ৪২ আসনে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল! বিনিময়ে বিজেপির কাছে কি চাই? খোলসা অভিষেকের

lok sabha poll 2024: অভিষেকের মুখে এমন কথা শুনে ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত মথুরাপুরে তৃণমূলের কর্মীসভায় কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপরই পুরোটা খোলসা করে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
labhishek banerjees lpg challenge to bjp at mathurapur lok sabha poll 2024 , বিজেপি রান্নার গ্যাস বিনামূল্যে দিলে বাংলার ৪২ লোকসভা আসন থেকেই প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জীর

TMC VS BJP: আবারও বিজেপি ও মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের!

Abhishek Banerjee's challenge to BJP: আরও একবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি তাঁর ঘোষণা, তৃণমূল বাংলার ৪২টি লোকসবা আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে। তবে বিনিময়ে বিজেপি ও মোদী সরকারকেও কিছু দিতে হবে। অভিষেকের মুখে এমন কথা শুনে ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত মথুরাপুরে তৃণমূলের কর্মীসভায় কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপরই পুরোটা খোলসা করে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisment

কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে একসময় অভিষেক বলে বসেন, 'আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, লোকসভা ভোটে বাংলার ৪২টি আসন থেকেই তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে!' সভায় উপস্থিক সকলেই তখন একে অন্যের মুখ চাইছেন। এরপরই অভিষেক যোগ করেন, 'বিনিময়ে বিজেপিকে কথা দিতে হবে, আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহব করবে!'

আরও পড়ুন- Dev In Ghatal: ‘তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই’, বার-বার একই কথা দেবের মুখে! কীসের ইঙ্গিত?

এই প্রথম নয়। এর আগে তৃণমূলের অভিযোগ করেছে যে, বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার। কেন্দ্রের থেকে টাকা আদায়ে দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না আন্দোলন করেছে তৃণমূল। প্রচারেও বিজেপির বিরোদীতায় রাজ্যের শাসক শিবিরের বড় অস্ত্র ১০০ দিন ও আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা। এ দিনও সেকথা তুলে ধরেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। মনে করিয়ে দেন এ নিয়ে তাঁর আগাম চ্যালেঞ্জের কথা।

আরও পড়ুন- BJP VS TMC: কু-কথার লড়াই, এবার দিলীপকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ তৃণমূলের কীর্তি আজাদের

শনিবারের কর্মীসভায় অভিষেক বলেন, 'এর আগে ১০০ দিনের প্রকল্পে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ২ সপ্তাহ পরেও কোবও উচ্চবাচ্য নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এখন বাংলাকে দেখে বিজেপি ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে।'

এরপরই প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক। ফের বলেন, 'আমি আপনাকে যেটি চ্যালেঞ্জ করছি তা হল একটি বিজ্ঞপ্তি আনুন এবং ঘোষণা করুন যে আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। কথা দিচ্ছি, বিজেপি এই বিজ্ঞপ্তি আনলে সঙ্গে সঙ্গে বাংলার ৪২টি আসন থেকে তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে।'

abhishek banerjee loksabha election 2024
Advertisment