বিমান ধরতে গিয়ে বাধা পেয়ে বিমানবন্দর থেকে ফিরতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। যা নিয়ে চরমে ওঠে রাজনৈতিক তরজা। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হন খোদ অভিষেক। একই অভিযোগে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই বিদেশযাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুলাই শীর্ষ আদালতে রুজিরার আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।
গত জুনে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় দুই সন্তান সহ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিবাসন দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না অভিষেক-জায়া। যদিও রুজিরার বিদেশযাত্রায় ছাড়পত্র দিয়েছিল কয়লাকাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরাই বিমানবন্দরে বিদেশ যাওয়া থেকে রুজিরাকে আটকায়। এমনকী সেদিন বিমানবন্দর থেকে বেরতেই রুজিরাকে হাজিরার নোটিস ধরায় ইডি। তার পর ওই মাসেই ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা। ওই মাসেই ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন রুজিরা।
ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে আদালতে আবেদন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল।