Advertisment

চরম কিছুর আশঙ্কা? এখন কেন ED দফতরে যাবেন না বললেন অভিষেক?

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তলব করেছে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc occupied falta Panchayat Samiti and Gram Panchayats

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তলব করেছে ইডি। তৃণমূলের সর্বভারীতয় সাধারণ সম্পাদক শুরু থেকেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় বিজেপির 'হাত' দেখছেন। তাই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিনে তাঁকে ফের তলব ইস্যুতে এবার বেজায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ। 'আমি বিজেপির কর্মী বা ক্রীতদাস নই, যে যখন ডাকবে তখনই যেতে হবে।' আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। অভিষেক জানিয়েছেন, পঞ্চায়েত ভোট শেষ হলেই তিনি ইডির মুখোমুখি হবেন।

Advertisment

স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের দিনেই ফের একবার তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

আরও পড়ুন- ভ্যাপসা গরমে সেদ্ধ শরীর! কবে-কখন ঢুকছে বর্ষা? সাতসকালে রইল মারকাটারি আপডেট!

তবে আগাগোড়া তাঁকে বা তাঁর স্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির তলবের পিছনে বিজেপির 'জারিজুরি' দেখছেন অভিষেক। বৃহস্পিতবার ফের তাঁকে তলবের সময় তিনি দলের কর্মসূচিতে ছিলেন নদিয়ায়। ইডির তলবের ব্যাপারে জানার পর তাঁর সাফ প্রতিক্রায়া, 'আগামী ৮ জুলাই নির্বাচন হয়ে গেলে যাব। যেদিন ডাকবে সেদিন যাব। বিজেপির নির্দেশেই ইডি তলব করেছে। আমি বিজেপির কর্মী বা ক্রীতদাস নই, যে যখন ডাকবে তখনই যেতে হবে।'

'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে রয়েছেন দলের শীর্ষ নেতা। দলীয় কর্মসূচির 'দারুণ প্রভাব' পড়তে শুরু করেছে বলেই বিজেপি এই 'ষড়যন্ত্র' কষেছে বলে মনে করেন অভিষেক। এপ্রসঙ্গে গেরুয়া দলকে তোপ দেগে তিনি আরও বলেন, 'যখন গত ১০ দিনে নবজোয়ার মধ্যগনে। জনসমর্থন বড়ছে। তখনই ডাকছে হেনস্থা করতে। কিন্তু এখনই নবজোয়ার কর্মসূচি থামানোর প্রশ্ন নেই।'

abhishek banerjee West Bengal WB SSC Scam rujira narula ED panchayat vote Recruitment Scam
Advertisment