Advertisment

বিদেশ যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে যেতেই আটকানো হল

অভিষেকের স্ত্রীর বিদেশযাত্রায় বাধা।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee rujira naroola supreme court usa , অভিষেক-রুজিরার কিছুটা স্বস্তি, বিদেশ যাত্রা নিয়ে ইডি-কে কী বললো সুপ্রিম কোর্ট?

বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিল অভিষেক-জায়াকে।

বিদেশ যেতে বাধা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতার স্ত্রীকে। তাঁর নামে ইডির লুক আউট সার্কুলার নোটিস জারি রয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই অভিবাসন দফতরের অফিসাররা তাঁকে বিদেশ যেতে বাধা দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisment

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তিনি দুবাই যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বিমানের টিকিট ও বোর্ডিং পাস তাঁর কাছে ছিল। এদিন বিমানবন্দরে যেতেই অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি বিদেশ যেতে পারবেন না।

আরও পড়ুন- সাতসকালে শৌচালয়ে যেতেই বিরাট বিস্ফোরণ! একরত্তি বালকের মর্মান্তিক মৃত্যু

এরপরেই তাঁকে আটকানোর কারণ জিজ্ঞাসা করেন রুজিরা। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে মাস কয়েক আগেই একটি মামলায় লুকআউট সার্কুলার নোটিস জারি করেছিল ইডি। দেশের সব বিমানবন্দরে সেই লুক আউট সার্কুলার নোটিস পাঠিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই অভিষেক-জায়াকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, স্ত্রীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ায় বেজায় চটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Kolkata Airport abhishek banerjee ED
Advertisment