Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ABVP-র স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার! লাঠিচার্জ-ইট ছোড়ার অভিযোগ

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিন যত এগোচ্ছে ততই আন্দোলন-প্রতিবাদের সুর চড়া হচ্ছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’ চিকিৎসকরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন এবং কাজে ফিরতে পারেন সেই জন্য এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
ABVP Swasthya Bhawan Abhiyan to protest against RG Kar case, আরজি কর, স্বাস্থ্য ভবন অভিযান, এবিভিপি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ABVP-র প্রতিবাদ মিছিল।

RG Kar Incident-ABVP: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার ABVP-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি সল্টলেকে। মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। তারপরেই চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ-স্লোগানিং শুরু করে দেন ABVP কর্মী-সমর্থকরা। ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদের সুর আরও চড়া হচ্ছে ফি দিন। কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে আজ ABVP-এর স্বাস্থ্য ভবন অভিযান ছিল। সেই মতো শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলি থেকেও দলে দলে ABVP কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন সল্টলেক চত্বরে। স্বাস্থ্য ভবন অভিযান শুরু হতেই পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায় গোটা চত্বর।

হাতে প্ল্যাকার্ড ফ্লেক্স নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে থাকেন ABVP সমর্থকরা। মাঝপথে এসে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে ফেলা হয় রাস্তার মাঝ বরাবর। সেই ব্যারিকেড সরিয়ে এগোতে গেলেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ABVP সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ওঠে ইট ছোড়ার অভিযোগ। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নয় স্বাস্থ্য ভবন চত্বর। এরই মধ্যে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন একদল ABVP সমর্থক। তাঁদের টেনে হিচড়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

আরও পড়ুন- RG Kar Case: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, আবেদন নির্যাতিতার মায়ের

আরও পড়ুন- CISF in RG Kar: আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, ডাক্তারদের কাজে ফেরার আর্জি সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিন যত এগোচ্ছে ততই আন্দোলন-প্রতিবাদের সুর চড়া হচ্ছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’ চিকিৎসকরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন এবং কাজে ফিরতে পারেন সেই জন্য এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- Kolkata Police: আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় কড়া নজর পুলিশের, ‘ভুয়ো তথ্য’ ছড়ানোয় ২৮০ জনকে নোটিস

RG Kar Medical College protest rally ABVP
Advertisment