শিয়ালদহ থেকে চালু AC লোকাল ট্রেন! মায়াপুর বেড়ানো এবার আরও স্বস্তির, দারুণ আরামের

AC local train: এবার এই রুটেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। স্বল্প ভাড়ায় এবার স্বপ্নের সফর।

AC local train: এবার এই রুটেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। স্বল্প ভাড়ায় এবার স্বপ্নের সফর।

author-image
Mousumi Das Patra
New Update
Ac local train, sealdah krishnanagar ac local train, sealdah division, mayapur, ISKCON, শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেন

AC local train : এসি লোকাল ট্রেন।

এই প্রথম কৃষ্ণনগর থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হল এসি লোকাল ট্রেন। শুক্রবার দুপুর ১৩০ মিনিটে কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে যায় এসি লোকাল ট্রেন। বিকেল ৩টে চল্লিশ মিনিটে পৌঁছাবে ট্রেনটি। সেক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশার ঘটল অবসান। এই প্রথম নদীয়ার কৃষ্ণনগর রেল স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ছুটলো এসি লোকাল ট্রেন। প্রথম দিনের ট্রেনের সফর করতে উচ্ছ্বসিত ছিল রেল যাত্রীরা। স্বাভাবিকভাবেই বহু অপেক্ষৃত এসি লোকাল ট্রেনের অপেক্ষায় ছিলেন রেল যাত্রীরা। অনেকের মুখে ফুটে ওঠে চওড়া হাসি।

Advertisment

প্রসঙ্গত কিছুদিন আগে রানাঘাট -শিয়ালদহ ইএমইউ এসি লোকাল ট্রেনের সূচনা হয়েছে। শিয়ালদহ রানাঘাট রুটের গ্যালপিং এই ট্রেন পূর্ব ভারতে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। যাত্রী নিয়ে ৮টা ২৯ মিনিটে ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়। এই ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা। জানাগিয়েছে, প্রতি কোচে গড়ে ৯৬ জন যাত্রীর বসার ব্যবস্থা আছে। ট্রেনের সামনে ও পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য ৬টি করে ১২টি আসন থাকবে দুটি কোচে।

 ট্রেনটিতে মোট ১,১২৬ জন যাত্রীর জন্য বসার ব্যবস্থা রয়েছে। তারপর ৩১৮৪৫ শিয়ালদহ কৃষ্ণনগর আপ ট্রেনটি দুপুরে ১২ টা ০৭ ঢোকে কৃষ্ণনগর স্টেশনে। ৩১৮৪৬ ডাউন ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে দুপুরে দেড়টায় ছেড়ে যায়। এই ট্রেনটিতে ৬ জন টিটি, ৪ জন আর পি এফ জওয়ান ছিল। এই লোকান এসি ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে ৬ দিন চালু থাকবে। কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে ওঠা যাত্রী খুশি হন। তারা বলেন, এই ট্রেন চালু হওয়াতে ভীষণ উপকৃত হয়েছেন তারা। কলকাতায় একাধিক মেডিকেল কলেজ, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে রোগী পরিবারদের অনেকটাই সুবিধা হয়ে উঠবে। শীততাপ নিয়ন্ত্রণ এই এসি লোকাল ট্রেন রোগীদের অনেকটাই সুবিধা হবে।

Advertisment

শুধু তাই নয়, জেলার মধ্যে অন্যতম মন্দির নগরী নবদ্বীপ ধাম ও মায়াপুর ধাম, এই দুটি তীর্থস্থানে প্রতিদিন হাজার হাজার পূর্ণ্যার্থীদের সমাগম ঘটে। এই এসি লোকাল ট্রেন চালু হওয়াতে অনেকটাই খুশি হবে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। এ নিয়ে কৃষ্ণনগর থেকে এই ট্রেনে ওঠা পিউ চক্রবর্তী বলেন,' প্রথমদিন ট্রেনে উঠতে পেরে ভালো লাগছে। আমরা বেলুড় যাবো। বাড়ির পরিবার নিয়ে সকলে যাচ্ছি। খুব ভালো একটা ব্যাপার।'

একইভাবে শুক্রবার রানাঘাট বনগাঁ ও শিয়ালদা পর্যন্ত প্রথম চালু হয় এসি লোকাল ট্রেন। এক মাসের মধ্যে কয়েকটি এসি লোকাল ট্রেন হওয়ায় অনেকটাই স্বস্তির মুখে রেলযাত্রীরা। বিশেষত এই এসি লোকাল ট্রেনে রয়েছে উন্নত মানের প্রযুক্তি। প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে উন্নত পরিকাঠামোর মধ্যে দিয়ে এবার থেকে প্রতিদিন ছুটবে এই এসি লোকাল ট্রেন। সমগ্র নদীয়ার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো। রেল সূত্রে খবর, আগামী দিনে আরও ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা সেক্ষেত্রে রয়েছে। তবে এরই মধ্যে কৃষ্ণনগর - কালীনারায়ণপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রীতম ভৌমিক বলেন, 'এই ট্রেন নিয়ে আমরা খুশি। তবে ট্রেনটা সাতদিন গেলে ভালো হয়। একইসঙ্গে সকালে ট্রেনটি হলে ভালো হয়। আর আমাদের দাবি প্রতিটি স্টেশনে যেন ট্রেনটি দাঁড়ায়।'

Sealdah Krishnanagar AC Local Train