Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে অস্ত্রোপচার? এসএসকেএম সূত্রে কী খবর?

তাঁর লিগামেন্টে চোট রয়েছে বলে জানা গিয়েছে। যা বেশ গুরুতর।

author-image
IE Bangla Web Desk
New Update
according to sskm sources cm mamata banerjee may undergo surgery on her left leg , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাঁ পায়ে অস্ত্রোপচার হতে পারে বলে এসএসকেএম সূত্রে খবর

এসএসকেএমে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- পার্থ পাল

পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে জলপাইগুড়ি থেকে আকাশ পথে ফেরার পথে আবহাওয়ার আচমকা বদলে ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু চোট কোমর ও হাঁটুতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের চোট গুরুতর। তাঁর লিগামেন্টে চোট রয়েছে বলে জানা গিয়েছে। যা বেশ গুরুতর। এসএসকেএম সূত্রে খবর, ছোটো অস্ত্রোপচার হতে পারে মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে।

Advertisment

চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পায়ে যন্ত্রণা ছিল। কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়েছিলেন এসএসকেএমে। সেখানেই তাঁর একাধিক শারীরির পরীক্ষা হয়। তবে চিকিৎসকদের অনুরোধ সত্ত্বেও সেদিন হাসপাতালে ভর্তি হননি মুখ্যমন্ত্রী। আপাতত ওই হাসপাতালেরই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পায়ে থেরাপি চলছে। যা সপ্তাহ খানেক ধরে চলতে পারে বলে জানা যাচ্ছে। তারপর অবস্থা বুঝে ছোটো অস্ত্রোপচার করা হতে পারে মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে।

সূত্রের খবর, এখনও চলাফেরায় কষ্ঠ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মানসিকভাবে শক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের প্রচারে যেতে না পারলেও গত সোমবারই ভার্চুয়ালভাবে প্রচার সেরেছেন তিনি। সেখানেই তিনি বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনে হয়তো আপনাদের কাছে গিয়ে পৌঁছতে পারছি না। কিন্তু মন ছটফট করছে।'

এরপরই দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে মুখ্য়মন্ত্রী বলেন, 'আমার পায়ে ও কোমরে চোট লেগেছে। ছোটো ছোটো থেরাপি হচ্ছে। তবে আমি জলদিই বাড়ির বাইরে বেরোব।'

Mamata Banerjee SSKM Hospital tmc
Advertisment