/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/RG-Kar-1.jpg)
RG Kar case: সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আন্দোলন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
RG Kar Incident: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুনে এবার পুলিশ আধিকারিকদের কাছে বিরাট বয়ান অভিযুক্ত সঞ্জয় রায়ের। পুলিশের একটানা জেরার মুখে কার্যত পালানোর পথ খুঁজে পায়নি অভিযুক্ত। কোনও উপায় নেই দেখে শেষমেশ নিজের দোষ সে কবুল করেছে বলে পুলিশ সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তদন্তকারীদের সঞ্জয় বলেছে, "আমায় ফাঁসি দিয়ে দিন।"
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও খুনের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তরুণী চিকিৎসককে খুনে সঞ্জয়েরই হাত থাকতে পারে বলে সন্দেহ ছিল পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়। এবার নিজের দোষ কবুল করেছে সঞ্জয়।
পুলিশ আধিকারিকদের কাছে সঞ্জয় বলেছে, "আমায় ফাঁসি দিয়ে দিন"।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোতে থাকে। সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখতে পায় পুলিশ। অন্য অনেককেই দেখা যায় ফুটেজে।
তবে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ একাধিক অসঙ্গতি ধরা পড়ে। একটানা জিজ্ঞাসাবাদের পর শেষমেষ সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। এবার তরুণী চিকিৎসকের খুনের কথা সঞ্জয় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও কলকাতা পুলিশের তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us