Advertisment

RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক খুন, টানা জেরায় পুলিশের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতের

RG Kar Medical College Incident: আরজি করে তরুণী চিকিৎসকে নৃশংসভাবে খুনের পর উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায়। রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে গতকাল গোটা রাজ্যেই সরকারি হাসপাতাল গুলিতে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তার জেরে গতকাল দিনভর রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার শিকেয় ওঠার জোগাড় হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case cbi kolkata police binit goyel, আরজি কর, কলকাতা পুলিশ

RG Kar case: সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আন্দোলন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

RG Kar Incident: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুনে এবার পুলিশ আধিকারিকদের কাছে বিরাট বয়ান অভিযুক্ত সঞ্জয় রায়ের। পুলিশের একটানা জেরার মুখে কার্যত পালানোর পথ খুঁজে পায়নি অভিযুক্ত। কোনও উপায় নেই দেখে শেষমেশ নিজের দোষ সে কবুল করেছে বলে পুলিশ সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তদন্তকারীদের সঞ্জয় বলেছে, "আমায় ফাঁসি দিয়ে দিন।"

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও খুনের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তরুণী চিকিৎসককে খুনে সঞ্জয়েরই হাত থাকতে পারে বলে সন্দেহ ছিল পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়। এবার নিজের দোষ কবুল করেছে সঞ্জয়।

পুলিশ আধিকারিকদের কাছে সঞ্জয় বলেছে, "আমায় ফাঁসি দিয়ে দিন"।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগোতে থাকে। সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখতে পায় পুলিশ। অন্য অনেককেই দেখা যায় ফুটেজে।

আরও পড়ুন- Burdwan Medical College and Hospital: মহিলা চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ, বর্ধমান মেডিক্যাল থেকে গ্রেফতার ২

তবে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ একাধিক অসঙ্গতি ধরা পড়ে। একটানা জিজ্ঞাসাবাদের পর শেষমেষ সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। এবার তরুণী চিকিৎসকের খুনের কথা সঞ্জয় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও কলকাতা পুলিশের তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- vatar government hospital: ‘আরজি করে কী হয়েছে দেখেছেন তো’, মহিলা চিকিৎসককে হুমকি, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

police RG Kar Medical College Doctors Death
Advertisment