Advertisment

কুন্তলের ৪০ লক্ষ ফেরালেন বনি, 'মানে-মানে' বিপুল টাকা ফেরত 'বন্ধু' সোমারও

কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফিরিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
actor bony sengupta return 40 lakhs to ed

কুন্তলের থেকে নেওয়া টাকা ফেরালেন বনি।

টাকা ফেরালেন বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের থেকে নেওয়া গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। সূত্রের খবর, বৃহস্পতিবার কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফেরত দিয়ে দিয়েছেন বনি। বনির পাশাপাশি কুন্তল ঘোষের আরও এক বান্ধবী সোমা চক্রবর্তীও ৫৫ লক্ষেরও বেশি টাকা ফিরিয়ে দিয়েছেন বলে দাবি সূত্রের।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় অপসারিত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষই প্রথম অভিনেতা বনি সেনগুপ্তর নাম প্রকাশ্যে এনেছিলেন। চাকরি দেওয়ার নামে বাজার থেকে তোলা টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা তিনি টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে দিয়েছিলেন বলে দাবি করেন। এর পরেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। দু'দুবার বনিকে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা এড়িয়ে যাননি বনি। তবে সেই টাকা তিনি নিজে সরাসরি নেননি বলেই শুরু থেকে দাবি করেছিলেন।

আরও পড়ুন- ফিরহাদ তাঁকে চেনেন না শুনেই রেগে কাঁই পার্থ, কী বললেন? পড়ুন বিশদে

কুন্তলের থেকে নেওয়া টাকায় তিনি একটি গাড়ি কিনেছিলেন বলে দাবি করেন বনি। কুন্তল সরাসরি গাড়ি কেনার জন্য নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে বনির হয়ে টাকা পাঠিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভিনেতা। কুন্তল ঘোষ ছবি বানানোর জন্য বনিকে ওই টাকা দিলেও শেষমেশ তা আর হয়ে ওঠেনি। তবে বনি কুন্তলের টাকা শোধ দিতে তাঁর হয়ে বিনা পারিশ্রমিকে একাধিক শো ও স্টেজ পারফরম্যান্স করেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন- আজ ফের ধেয়ে আসতে পারে কালবৈশাখী, কোন কোন জেলায় আছড়ে পড়বে ঝড়?

নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়তে হয় বনিকে। যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় হয় টলি পাড়া। শুধু বনিই নন, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর নাম এখন ইডির স্ক্যানারে। এরই মধ্যে এবার কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ফেরালেন বনি। বনি ছাড়াও কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া ৫৫ লক্ষেরও বেশি টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তীও।

একটা সময় কুন্তল ঘোষের সঙ্গে সোমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে শোনা যায়। সংবাদমাধ্যমে সোমা দাবি করেছিলেন, শুধুমাত্র বন্ধুত্বের পরিচয়েও তাঁকে কুন্তল ৫০ লক্ষেরও বেশি টাকা দিয়েছিলেন। সোমার ব্যবসায় সাহায্য করতেই কুন্তল তাঁকে নাকি বিপুল অঙ্কের ওই টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন সোমা। যদিও কুন্তলের থেকে নেওয়া সেই টাকা তিনি ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর।

Bony Sengupta ED Kuntal Ghosh Recruitment Scam
Advertisment