রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনা-আন্দোলনে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে তিনি রাজভবনের বাইরে গত চারদিন ধরে ধরনায় বসে আছেন। রাজ্যপালের সঙ্গে দেখা না করে তিনি উঠবেন না।
নাছোড় অভিষেকের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখা করবেন কি না সেই প্রশ্নের মধ্যেই বিজেপি নেত্রী তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অভিষেকের ধরনা মঞ্চে। বিজেপির যুব মোর্চার সম্পাদিকা তথা জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র রবিবার অভিষেকের ধরনা-মঞ্চে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন। সেখানে মমতা-অভিষেকের নাম জয়ধ্বনির পাশাপাশি জয় বাংলা স্লোগানও শোনা গেল তাঁর মুখে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল ঘনিষ্ঠ সিনে-তারকা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটেও লড়েছিলেন। তবে রিমঝিম তারও অনেক আগে বিজেপিতে যোগ দেন। কিন্তু ভোটের টিকিট পাননি। বেশ কিছুদিন ধরেই দলে গুরুত্ব পাচ্ছেন না। দলীয় কর্মসূচিতেও তাঁকে খুব একটা দেখা যায় না। ব্রাত্য নেতৃত্বের কাছে। এই অবস্থায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চে রবিবার তিনি পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বলেন, বাংলার মানুষের স্বার্থে এই লড়াইয়ে তিনি তৃণমূল তথা মমতা-অভিষেকের পাশে আছেন। প্রয়োজনে দিল্লির বিরুদ্ধে প্রতিবাদে শামিল হবেন তিনি। এখন প্রশ্ন তাহলে কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন রিমঝিম?
আরও পড়ুন ‘আপনার কটা বউ?’ তল্লাশিতে এসে প্রশ্ন করেছে সিবিআই! মদনের দাবি ঘিরে শোরগোল
একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর একে একে অনেক রুপোলি জগতের তারকা বিজেপি ছেড়েছেন। যশ দাশগুপ্ত, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার-সহ অনেকেই গেরুয়া শিবির ত্যাগ করেছেন। এবার পুরনো মুখরাও বিজেপির সঙ্গে দূরত্ব রাখছেন। সেই দলে নয়া সংযোজন রিমঝিম।