ফ্ল্যাট প্রতারণা মামলায় মঙ্গলবারই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছে ইডি। এবার ডাক পড়ল আরও এক অভিনেত্রীর। ফ্ল্যাট প্রতারণা মামলাতেই এবার ইডি তলব করেছে অভিনেত্রী রূপলেখা মিত্রকে। আগামী বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। নির্মাণকারী সংস্থা সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠেছে। ইডি সূত্রে খবর, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন রূপলেখা।
প্রতারণা মামলার তদন্তে নেমে ইডি জানতে পেরেছে যে, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান, অভিনেত্রী রূপলেখা মিত্র, রাকেশ সিং সহ আরও ৮ জন। ইডি-র তলবের পর রূপলেখা বলেছেন, 'আমি ওই সংস্থার ডিরেক্টর ছিলাম এটা সত্যি। তবে ২০১৭ সালে আমি ইস্তফা দিয়ে ওই সংস্থা থেকে বেরিয়ে এসেছি। এখন যদি আমাকে ৬ বছর আগের নথি দেখাতে বলা হয়, আমি কোথা থেকে দেখাব? আমি ইডির আধিকারিকের কাছে আর্জি জানাব যদি একটু সময় দেওয়া হয়। কারণ, সে সব নথি জোগাড় করার পর্যাপ্ত সময় আমাকে তো দিতে হবে।' নুসরতের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল? রূপলেখায় দাবি, 'সংস্থায় কে কে ছিলেন, তা আমি জানতাম না। শুনেছি একদিন ওঁর বাবা গিয়েছিলেন। তবে নুসরতকে এক দিনও দেখিনি।'
প্রতারিতদের দাবি, ২০১৪-১৫ সালে চারশোর বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের রাজারহাট এলাকায় এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের তরফে। কিন্তু ২০১৮ সাল পর্যন্ত তাঁরা কোনও ফ্ল্যাট পাননি। পরে টাকা ফেরতের দাবি করলেও মেলেনি বলে অভিযোগ। পুলিশে অভিযোগ, মামলা হকরা হয়েছিল। আদালত হাজিরা দেওয়ার জন্য ওই সংস্থার ডিরেক্টর নুসরত জাহানকেনির্দেশ দিলেও তা অমান্য করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- মমতার হুঁশিয়ারিকে বুড়ো আঙুল, ফের মধ্যরাতে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, তুঙ্গে সংঘাত
এরপর গত ১লা অগাস্ট বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি, প্রতারণার অর্থেই দক্ষিণ কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান। মূলত তাঁর সহায়তায় প্রতারিতরা ইডি-র দফতরে গিয়ে নুসরত জাহান সহ সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই আগামী মঙ্গলবার
নুসরত, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর রাকেশ সিংকে ডেকেছে ইডি। এবার তলব করা হল সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের আরও এক ডিরেক্টর রূপলেখা মিত্রকে।
শঙ্কুদেবের অভিযোগ ু্রসঙ্গে গত ৫ অগাস্ট নুসরত জাহান দাবি কেরছিলেন যে, ওই কোম্পানি থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নেন তিনি। ২০১৭ সালে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে ফেরতও দিয়ে দেন। ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। তবে সংস্থার আরও এক ডিরেক্টর রাকেশ সিং দাবি করেন, নুসরত তাঁদের সংস্থা থেকে কোনও ঋণ নেননি।