Advertisment

আচমকা ইস্তফা যাদবপুরের রেজিস্ট্রারের! কী বলছেন উপাচার্য?

প্রাণনাশের হুমকি চিঠির জের?

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university registrar snehmanju basu Resigns after death threat letter , ইস্তফার ইচ্ছাপ্রকাশ যাদপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু

ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে শুক্রবার রাতেই ইস্তফাপত্র পাঠিয়েছেন রেজিস্ট্রার। গতকালই (০১.০১.২০২৩) বেনামে খুনের হুমকি চিঠি পেয়েছিলেন স্নেহমঞ্জু বসু। এরপরই রেজিস্ট্রার পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন স্নেহমঞ্জুদেবী। তবে, সেই ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য।

Advertisment

শুক্রবার ডাকযোগে প্রাণনাশের হুমকি লেখা চিঠি পান যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার। জানা যায়, সেখানে লেখা হয়েছে, যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে। চিঠিতে অশ্রাব্য, কুকথা ছিল বলেও খবর। এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্নেহমঞ্জু বসু। যাদবপুর থানায় লিখিত অভিযোগদায়ের করেছেন তিনি। থানা সূত্রে খবর, অভিযোগ পেয়েই পুলিশ তদন্তও শুরু করেছে বলে জানা গিয়েছে। এই হুমকি চিঠির জেরেই উপাচার্যের কাছে রেজিস্টারের এই ইস্তফা মেল বলে জানিয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউ।

যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাই বলেছেন, 'আমাকে শুক্রবারই একটি মেল করেছিলেন রেজিস্ট্রার। তবে, বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি বৈঠক থাকায় সেটা দেখা হয়নি। শনিবার সকালে মেলের বিষয়বস্তু দেখেছি। দেখি ওই চিঠি কাণ্ডের জেরে তিনি ইস্তফা দিতে চেয়েছেন। আসলে ভয় পাচ্ছেন উনি। আমার সঙ্গে এসবের পর ফোনে রেজিস্টারের কথা হয়েছে। আমি ওঁকে বলেছি, এইসবে এত ভয় পেলে হয় নাকি? নিরাপত্তা চাইলে তার বন্দোবস্ত করার জন্য আমার তরফে যা করণীয় তাই করব। এরপরই উনি জানিয়েছেন ইস্তফার বিষয়টি পুনর্বিবেচনা করছেন উনি।'

গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, র‍্যাগিংয়ের জেরেই প্রাণ গিয়েছে ছেলের। যা নিয়ে উত্তাল পরিস্থিতি হয়। তদন্তে নেমে পুলিশ এখনও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। প্রশ্নের মুখে যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। এসবের মঝ্যেই শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার হুমকি চিঠি পান বলে জানা যায় । দু'টি চিঠির বয়ান প্রায় একই। সূত্রের খবর, চিঠিতে লেখা 'সৌরভকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। ওঁর বিরুদ্ধে কিছু করলে দেখে নেব। রিভলভারের একটা গুলিই যথেষ্ট।' এই হুমকিতেই ভীত স্নেহমঞ্জু বসু ও তাঁর পরিবার। পুলিশেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন- আরও রঙিন হবে কলকাতা! বাংলার সঙ্গে বিরাট সম্পর্ক তৈরিতে প্রবল উদ্যমী মাদারের দেশ!

Ju Student Death Jadavpur University
Advertisment