Advertisment

Kolkata Metro: অভূতপূর্ব তৎপরতা মেট্রোর! যাত্রী-স্বার্থে আরও এক ফাটাফাটি উদ্যোগের ঢালাও প্রশংসা!

Kolkata Metro: যাত্রী স্বার্থে এর আগেও একের পর এক দুরন্ত উদ্যোগ নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষকে। এবার আরও এক যুগান্তকারী তৎপরতা মেট্রোরেলের। নয়া এই তৎপরতা সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য দিয়ে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনংসযোগ আধিকারিক কৌশিক মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
more than 5.18 lakh android and 8200 ios users downloades metro ride kolkata app

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: শিয়ালদহ স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল। এর জেরে মেট্রোরেলে যাত্রীদের চাপ বিপুলভাবে বাড়ছে। গত দু'দিন ব্যাপকভাবে ভিড় বেড়েছে মেট্রোয়। এই কথা মাথায় রেখে শহরতলির যাত্রীদের প্রয়োজনে পূর্ব রেলওয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে অতিরিক্ত ট্রেন চালাতে অনুরোধ জানায়। তারই জেরে মেট্রো রেল ৯ জোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।

Advertisment

অতিরিক্ত ভিড় সামলাতে ব্লু লাইনের দক্ষিণেশ্বর-দমদম স্ট্রেচে০৭.০৬.২০২৪ তারিখে আপ ও ডাউনে মেট্রো ১০টি অতিরিক্ত ট্রেন চালিয়েছে। উল্লেখ্য, দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর একটি হল এরাজ্যের শিয়ালদহ। এই স্টেশনের পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে। রুট রিলে ইন্টারলকিং (RRI) প্যানেল থেকে একটি দ্বৈত ভিডিইউ (VDU) সিস্টেম-সহ একটি ইলেকট্রনিক্স ইন্টারলকিং (EI) সিস্টেম চালু হয়েছে। ১২ বগির ট্রেনের জন্য প্ল্যাটফর্ম ১ থেকে ৫-এর সম্প্রসারণ করা হচ্ছে।

এরই সঙ্গে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) পোর্টাল এবং ডিসি ট্র্যাক সার্কিট বসানোর কাজও চলছে। এছাড়াও স্টেশনের সিগন্যালিং এবং টেলি যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করার কাজও চলছে। তারই জেরে ৭ জুন প্রাক-এনআই কাজ এবং ৮ এবং ৯ জুন নন-ইন্টারলকিং কাজের জন্য শিয়ালদহে ট্রেন চলাচলের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন- Train movement in Sealdah Section: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? এখবর আগে জানুন! নয়তো দুর্ভোগের শেষ থাকবে না

গত দু'দিনে গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। কাজের দিনে বাড়ি থেকে বেড়িয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

kolkata metro Eastern Railway Metro Service train cancell metro rail
Advertisment