বড়দিনের পর এবার ইংরেজি নববর্ষেও আরও বেশি ট্রেন চালবে। বৃহস্পতিবার জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রবিবার হলেও উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) রুটে ১লা জানুয়ারি সাধারণত নির্ধারিত সময়ের আগে থেকেই চলবে মেট্রো। রবিবার পূর্ব-পশ্চিম (গ্রীন লাইন) রুটে মেট্রো চলাচল করে না। তবে এই রবিবার করবে। নিউ-ইয়ার উদযাপনে প্রচুর মানুষ কলকাতায় আসেন, বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। ফলে উৎসবমুখর মানুষের কথা বিবেচনা করেই বেশিক্ষণ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) রুটে অন্যান্য রবিবার মেট্রো চলাচল করে ১৩০টি। ১লা জানুয়ারি ওই পথে মেট্রো চলবে ১৮৮টি (৯৪টি আপ-৯৪টি ডাউন)। উত্তর-দক্ষিণ রুটে সকাল ৬.৫০ থেকে রাত ১০.৩৫ পর্যন্ত মেট্রো চলবে।
উত্তর-দক্ষিণ রুটে প্রথম পরিষেবা:
সকাল ৬.৫০ মিনিট - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯টার বদলে)
সকাল ৬.৫০ মিনিট - দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৯টার বদলে)
সকাল ৬.৫৫ মিনিট - দমদম থেকে দক্ষিণেশ্বর (সকাল ৯টার বদলে)
সকাল ৭টা মিনিট - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৯টার বদলে)
উত্তর-দক্ষিণ রুটে শেষ পরিষেবা:
রাত ৯.২৮ মিনিট - দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
রাত ৯.৩০ মিনিট - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
রাত ৯.৪০ মিনিট - দমদম থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
রাত ৯.৪০ মিনিট - কবি সুভাষ থেকে দমদম (অপরিবর্তিত)
মেট্রোর তরফে জানানো হয়েছে যে, পূর্ব-পশ্চিম (গ্রীন লাইন) রুটে ১লা জানুয়ারি রবিবার মেট্রো চলবে ৪৪টি (২২টি আপ-২২টি ডাউন)। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। ৩০ মিনিট অন্তর চলবে মেট্রো। রবিবার পূর্ব-পশ্চিম (গ্রীন লাইন) রুটে মেট্রো চলাচল করে না।
পূর্ব-পশ্চিম রুটে প্রথম পরিষেবা:
সকাল ৯টা - শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ
সকাল ৯টা - সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
পূর্ব-পশ্চিম রুটে শেষ পরিষেবা
সন্ধ্যা ৭.৩০ মিনিট - শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ
সন্ধ্যা ৭.৩০ মিনিট - সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ