Metro Railway Kolkata-UPSC: যাত্রীদের স্বার্থে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এর আগেও একের পর এক দারুণ তৎপরতা নিয়েছে। এবার UPSC পরীক্ষার জন্য মেট্রোরেল বিশেষ পরিষেবা দিতে চলেছে আগামী রবিবার। রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই কথা জানানো হয়েছে।
আগামী রবিবার UPSC পরীক্ষা। সেই কথা বিবেচনা করে ওই দিন বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রবিবার ব্লু লাইন অর্থাৎ উত্তর দক্ষিণ করিডরে সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে মেট্রো রেলের পরিষেবা। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮ টি পরিষেবা মিলবে।
যদিও আগামী রবিবার সকাল সাতটা থেকে ন'টার মধ্যে আপ ও ডাউন লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। নিম্নে আগামী রবিবার প্রথম ও শেষ মেট্রোর সময়সূচী দেওয়া হল।
আরও পড়ুন- Digha Luxury Cruise: দিঘার মুকুটে জুড়ছে নয়া পালক! পর্যটকদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের
প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ছাড়বে সকাল ৭:০০ টায়।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়বে সকাল ৭:০০ টায়।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়বে সকাল ৭:১৫ মিনিটে।
দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে সকাল সাড়ে ৭টায় মেট্রো ছাড়বে।
আরও পড়ুন- Madan-Soham: ‘ক্ষমতা পেলে মাথা ঘুরে যায়’, সোহমকে তীব্র কটাক্ষ মদনের, শেখালেন সৌজন্যের রাজনীতি
শেষ পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রাত ৯.২৭ মিনিটে ছাড়বে ট্রেন।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে রাত ৯.২৮ মিনিটে ছাড়বে ট্রেন।
দমদম থেকে কবি সুভাষের দিকে রাত ৯.৪০ মিনিটে ছাড়বে ট্রেন।
ওই দিন নির্ধারিত সময়েই কবি সুভাষ থেকে দমদমের দিকে ট্রেন ছেড়ে যাবে।
এর আগেও যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এবং নানা তৎপরতা নিয়েছে। কলকাতা শহরে কোনও বড় ইভেন্ট থাকলে কিংবা দুর্গা পুজো বা বিশেষ কোনও উৎসবের দিনে বাড়তি রেক চালায় মেট্রো। আগামী রবিবার UPSC পরীক্ষা দিতে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী তাঁদের পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতায়াত করবেন। তাঁদের কথা মাথায় রেখেই এবার আগামী রবিবার বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।