Advertisment

Congress: বাংলার কোন কোন আসনে লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের? ঘোষণা অধীরের

Adhir Chowdhury: কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট নিয়ে ইতিমধ্যেই টিপ্পনি কেটেছে বাম শরিকদ নেতারা। শরিকরা কেউ-ই নিজেদের আসন ছাড়তে চায়নি। যা নিয়ে এ দিন উষ্মা গোপন করেননি অধীর চৌধুরী। বলেছেন, 'আমরা আলিপুরদুয়ার চেয়েছিলাম বামেদের কাছে। ওরা দেবে বলেছিল প্রথমে। তার পর শুনলাম আরএসপি বলে কোন পার্টি আছে তাদের দিয়ে দিয়েছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury faces protest by tmc in Naoda

Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Lok Sabha Election 2024: গত সপ্তাহেই প্রথম পর্যায়ে ১৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। প্রশ্ন উঠেছিল বাম-কংগ্রেস সমঝোতা নিয়ে। শেষপর্যন্ত প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর ঘোষণা, এ রাজ্যের বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, পুরুলিয়া ও বীরভূমে প্রার্থী দিচ্ছে হাত শিবির।

Advertisment

বহরমপুর ভোটযুদ্ধে ফের লড়াই করছেন অধীর চৌধুরী নিজেই। গত পাঁচবার ওই লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হচ্ছেন মর্তুজা হোসেন। পুরুলিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপাল মাহাতো।

অধীর চৌধুরীর ঘোষিত সাত আসনের কোনওটিতেই অবশ্য প্রার্থী দেয়নি বামেরা।

আরও পড়ুন- Abhishek Banerjee: এবার পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের! সন্দেশখালি নিয়ে কৌশল বদলালো তৃণমূল?

প্রথম পর্যায়ে ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা। ৭টি আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। জানা গিয়েছে, আরও ৭টি আসনে লড়াই করবে বামফ্রন্ট প্রার্থীরা। ৫টিতে লড়বে হাত শিবির। বাকি ৬ আসন লড়াইয়ের জন্য ছাড়া হতে পারে আইএসএফ-কে।

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা ইতিমধ্যেই করেছে আইএসএফ। এই ৮ আসন হল- বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ। এদিকে, মালদা দক্ষিণে প্রার্থী দেওয়ার কথা এদিন জানিয়ে দিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরীও।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বুধবার বলেছেন,'সব প্রার্থীদের বলে দেওয়া হয়েছে। শীঘ্রই তালিকা প্রকাশ করবে এআইসিসি।' 

কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট নিয়ে ইতিমধ্যেই টিপ্পনি কেটেছে বাম শরিকদ নেতারা। শরিকরা কেউ-ই নিজেদের আসন ছাড়তে চায়নি। যা নিয়ে এ দিন উষ্মা গোপন করেননি অধীর চৌধুরী। বলেছেন, 'আমরা আলিপুরদুয়ার চেয়েছিলাম বামেদের কাছে। ওরা দেবে বলেছিল প্রথমে। তার পর শুনলাম আরএসপি বলে কোন পার্টি আছে তাদের দিয়ে দিয়েছে।'

CONGRESS adhir choudhury west bengal politics Adhir Ranjan Chowdhuri 2024 General Election loksabha election 2024
Advertisment