Adhir Chowdhury:'তৃণমূল করলেই ওপার বাংলার ভাত খেয়ে এপারে ভোটদান', একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ অধীরের

Adhir Ranjan Chowdhury: ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে একহাত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। একাধিক ইস্যুতে অধীরের কড়া সমালোচনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Adhir Ranjan Chowdhury: ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে একহাত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। একাধিক ইস্যুতে অধীরের কড়া সমালোচনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ও।

author-image
Gopal Thakur
New Update
Adhir Chowdhury,  Mamata Banerjee  ,SIR controversy,  West Bengal politics,  Voter form,  Election Commission  ,Fear and uncertainty,  NRC and SIR,অধীর চৌধুরী,  মমতা বন্দ্যোপাধ্যায়  ,SIR বিতর্ক  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  ভোটার ফর্ম,  নির্বাচন কমিশন,  আতঙ্ক ও অনিশ্চয়তা,  এনআরসি ও SIR

Mamata Banerjee-Adhir Ranjan Chowdhury: ফের অধীর চৌধুরীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

Adhir Ranjan Chowdhury:আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। ফের একবার আরজি কর কাণ্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং সম্প্রতি বাংলাদেশি যুবকের এই রাজ্যে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে শাসকদল তৃণমূলের তুমুল সমালোচনায় সরব বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।

Advertisment

অধীর চৌধুরীর কথায়, "মমতা ব্যানার্জি ভাঁড়ারে সব কিছু আছে। কে যোগ্য, কে অযোগ্য, কে চোর! মমতা ব্যানার্জি কাউকেই চটাতে চাইছেন না। কাউকে হাতছাড়া করতে চাইছেন না। তৃণমূল সরকার শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের ব্যাপারে বেপরোয়া। কারণ, তৃণমূল মনে করে এঁরা (শিক্ষক-শিক্ষিকারা) যে ভোট প্রভাবিত করবেন সেই ভোটে তৃণমূল সরকারের পতন হবে না। সেই কারণেই আরজি কর কাণ্ড থকে শুরু করে শিক্ষক নিয়োগ সবেতেই তারা বেপরোয়া। তৃণমূল ভোটের অঙ্কে সব বিচার করে। কে কতটা ভোট প্রভাবিত করতে পারবে সেটাই ভাবে তৃণমূল।"

এরই পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, "তৃণমূল করলে এপার বাংলার ভাত খেয়ে ওপার বাংলায় গিয়ে আন্দোলন করা যায়, ঠিক তেমনই ওপার বাংলার ভাত খেয়ে এপার বাংলায় ভোটও দেওয়া যায়। দিদি সব বন্দোবস্ত করে দিয়েছেন। এপার ও ওপার বাংলা মিলেমিশে একাকার এই বাংলায়। জাল ভোটার, বেআইনি ভোটার, বেআইনি নাগরিকের ছড়াছড়ি বাংলায়। এটা একটি শিল্প। দিদি কিছু দিন না দিন, ঘুষ দিয়ে চোরাই পথে সব কিছু পাওয়ার বন্দোবস্ত পাকা করে দিয়েছেন।"

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Update: দিল্লিতে আজ মোদীর সঙ্গে বৈঠক অভিষেকের, কী নিয়ে আলোচনা? তুঙ্গে চর্চা!

এরই পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একবার ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। এর আগেও একাধিক ইস্যুতে তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন অধীর। এবার আরও একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারের আমলে ঘটে চলা একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে সোচ্চার কংগ্রেসের এই প্রবীণ নেতা।

আরও পড়ুন- Success story: দুরন্ত দক্ষতায় অনন্য নজির! কৃতীকে শুভেচ্ছায় ভরালেন অভিষেক

tmc CM Mamata banerjee Adhir Chowdhury