Adhir Ranjan Chowdhury-Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করায় দলের শীর্ষ নেতার কড়া ধমক খেয়েছেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এমনকী 'না পোষালে বেরিয়ে যেতে হবে' শীর্ষক মন্তব্যও শুনতে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এই পর্বের পরেই এবার বর্ষীয়ান অধীর চৌধুরীকে BJP-তে স্বাগত জানালেন গেরুয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
অধীরকে BJP-তে স্বাগত জানিয়ে কী বললেন সুকান্ত?
"অধীরদাকে বলব কংগ্রেস ও তৃণমূলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে হলে সঠিক জায়গা বেছে নিন। আপনি এখন যে বাড়িতে আছেন সেখানে বিভীষণ বেশি। বিভীষণের বাড়ি ছেড়ে রামের বাড়িতে আসুন।"
উল্লেখ্য, কয়েকবছর আগেও অধীর চৌধুরীর BJP যোগের চর্চা বেড়েছিল। একুশের নির্বাচনের আগেও বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরীর BJP যোগ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে সেই সব জল্পনাতে জল ঢেলেছিলেন অধীর নিজেই। এবার ফের একবার তাঁকে সরাসরি BJP-তে স্বাগত জানালেন সুকান্ত মজুমদার।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malliakrjun Kharge) অধীরকে কড়া বার্তা দিয়েছিলেন গতকাল। অধীর চৌধুরী এর আগে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিশ্বাস করেন না। এমনকী তৃণমূলনেত্রী প্রয়োজন পড়লে ফের বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল সুপ্রিমোর প্রতি এহেন মন্তব্যে অধীরের উপরেই চটেছেন দলের শীর্ষ নেতা।
অধীরের উদ্দেশ্যে কী বলেছেন খাড়গে?
"অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের হাইকম্যান্ড রয়েছে। হাইকম্যান্ডের নেওয়া সিদ্ধান্তই কার্যকর হবে। দলের হাইকম্যান্ডের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে। কেউ যদি সেটা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।"
আরও পড়ুন- J P Nadda: ‘মিথ ভেঙে দেবে বিজেপি’…, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, ভোটের মাঝেই বিস্ফোরক নাড্ডা
তবে থেমে নেই অধীরও। মল্লিকার্জুন খাড়গের সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন তিনিও। অধীর বলেছেন, "আমার বিরোধিতা নৈতিক। ব্যক্তিগত কোনও বিদ্বেষ আমার নেই। বাংলায় দলকে রক্ষা করতেই নৈতিক লড়াই করে চলেছি। কংগ্রেসকে কেউ খতম করবে আর আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতেও পারব না।"
এদিকে, অধীর চৌধুরীকে খাড়গের এই হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচি। তিনি বলেন, "কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে তৃণমূলকেই কংগ্রেস ভাবে। মল্লিকার্জুন খাড়গের কথায় সেটা আবার স্পষ্ট হল। অধীরবাবু প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা, দলের ওয়ার্কিং কমিটির সদস্য। তাঁকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করলেন যে তাঁদের কাছে তৃণমূল বা তাঁদের বক্তব্য-সিদ্ধান্ত অনেক গুরুত্ব পায়। কংগ্রেসের কোনও নেতা-কর্মীর বক্তব্য-সিদ্ধান্ত গুরুত্ব পায় না। আমি এটা আগেই বুঝেছিলাম। তাই আপোস করিনি। এখন অধীরবাবু আপোস করেন কিনা সেটাই দেখার।"